Advertisement
Advertisement

Breaking News

Jyotsna Mandi

বেহাল রাস্তায় থমকাল চারচাকা, প্রথমে টোটো, পরে হেঁটে মাসির বাড়িতে মন্ত্রী জ্যোৎস্না

পঞ্চায়েতে ক্ষমতায় থাকা সিপিএম কোনও কাজ করেনি বলেই অভিযোগ।

Due to bad condition of road Minister Jyotsna Mandi walks to arrive her aunt's house । Sangbad Pratidin

মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি

Published by: Sayani Sen
  • Posted:February 3, 2024 1:12 pm
  • Updated:February 3, 2024 1:19 pm  

সৌরভ মাজি, বর্ধমান: রাস্তা বেহাল। মাসির বাড়ির অদূরে থমকে গেল মন্ত্রীর লালবাতি লাগানো গাড়ি। হেঁটে যাওয়ারও উপায় নেই। অগত্যা প্রায় তিনশো মিটার রাস্তা টোটোয় সওয়ার হয়ে মাসির বাড়ি পৌঁছলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি।

শুক্রবার পূর্ব বর্ধমান জেলার রায়নার পলাশন গ্রামের পশ্চিমপাড়ায় পুজো উপলক্ষে মাসির বাড়ি গিয়েছিলেন মন্ত্রী। প্রায় ১০ বছর পর মাসির বাড়ি যান। কিন্তু গ্রামে ঢোকার মুখে জানতে পারেন জলকাদায় গাড়ি ঢুকবে না। অগত্যা গাড়ি থেকে নেমে টোটোয় চাপেন মন্ত্রী।

Advertisement
Jyotsna Mandi
প্রথমে টোটো, পরে হেঁটে মাসির বাড়িতে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি

গ্রামের পশ্চিমপাড়ায় যাওয়ার দুটি রাস্তা রয়েছে। দুটি রাস্তারই বেহাল দশা। গাড়ি না ঢোকায় টোটোয় ভরসা। স্থানীয় বাসিন্দা পূর্ণিমা টুডু জানান, বেহাল রাস্তাতেই যাতায়াত করতে হয় তাঁদের। মন্ত্রীও দেখলেন রাস্তার কি অবস্থা। এখন রাস্তার দুর্দশা ঘুচলেই মঙ্গল হবে সকলের। অন্যান্য বাসিন্দারাও জানান, দীর্ঘদিন ধরেই রাস্তা খারাপ। কয়েকদিনের বৃষ্টিতে আরও শোচনীয় হয়েছে রাস্তা।

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে আলাপ, তরুণীর খাবারে মাদক মিশিয়ে গণধর্ষণ ‘বন্ধু’র!]

এদিন মন্ত্রীকে ফোন করা তিনি বলেন, “১০ বছর পর এসেছিলাম। রাস্তা খারাপ। তাই টোটোয় চেপে যেতে হয়েছে। বিষয়টি পঞ্চায়েতের দেখার কথা। এখানকার পঞ্চায়েত সিপিএমের। ৩৪ বছরেও ওরা কিছু করেনি। আর কি করবে ওরা। তবে খোঁজ নিয়ে জেনেছি রাস্তাটা সংস্কারের অনুমোদন হয়েছে।” স্থানীয় পলাশন গ্রাম পঞ্চায়েত সিপিএমের দখলে রয়েছে।

প্রধান মণিকা কোঙার বলেন, “বেহাল রাস্তার কারণে মন্ত্রীকে টোটোয় চেপে, পায়ে হেঁটে আত্মীয় বাড়িতে যেতে হওয়াটা লজ্জার বিষয়।” মাসছয়েক আগে সিপিএম পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে। আগের বোর্ড তৃণমূলের থাকলেও তারা কিছুই করেনি। তবে ইতিমধ্যে দুটি রাস্তার টেন্ডার করে ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। শীঘ্র কাজও শুরু হবে।

[আরও পড়ুন: ভারতরত্ন পাচ্ছেন ‘পথ প্রদর্শক’ এল কে আডবাণী, ঘোষণা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement