Advertisement
Advertisement

Breaking News

Dudhkumar Mondal

‘বসে যান’, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় কর্মীদের নির্দেশ BJP নেতা দুধকুমার মণ্ডলের

দলের অন্দরে তৈরি হয়েছে দারুণ চাঞ্চল্য।

Dudhkumar Mondal slams BJP | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 19, 2022 1:05 pm
  • Updated:June 19, 2022 4:36 pm  

নন্দন দত্ত, বীরভূম: ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। বীরভূমের (Birbhum) প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলের (Dudhkumar Mondal) বিস্ফোরক ফেসবুক পোস্ট। তাঁর অনুগামীদের চুপচাপ বসে যেতে নির্দেশ দিলেন বীরভূমের দাপুটে এই বিজেপি নেতা। অভিযোগ, তাঁর সঙ্গে আলোচনা না করেই ব্লক এবং জেলা কমিটি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর এই ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন তরজা। বিষয়টি বিজেপির রাজ্য নেতৃত্বের কানে যাওয়ার পরই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

দুধকুমার মণ্ডল ফেসবুক পোস্টে লিখেছেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান।” তাঁর অভিযোগ, ব্লক কমিটি গঠনের জন্য শনিবার ময়ূরেশ্বরে একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু আমন্ত্রণ পাননি দুধকুমার। এক দলীয় সমর্থকের অনুরোধে বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। সেই বৈঠকে কিছু প্রশ্ন তুলেছিলেন তিনি। দুধকুমারের অভিযোগ, যে পদ্ধতিতে বাংলায় বিজেপি চলছে তাতে দলের কর্মী এবং সাধারণ মানুষ হতাশ হচ্ছেন। এভাবে চললে দল এগোতে পারবে না।

Advertisement

[আরও পড়ুন: ‘চাকরির জন্য নয়, পরকীয়ায় জড়িয়েছিল তাই হাত কেটেছি রেণুর’, দাবি অভিযুক্ত স্বামী শরিফুলের]

আরএসএসের সক্রিয় প্রচারক দুধকুমারের কথায়, “অযোগ্য, দলের প্রতি দায়বদ্ধতা নেই এমন নেতাদের জেলা থেকে কমিটির প্রধান হিসেবে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং তাঁরা পদ পেয়ে নানারকম নির্দেশ দিচ্ছেন। কিন্তু ওই নেতারা নিজেরা জনসাধারণের জন্য বা তৃণমূলের বিরুদ্ধে কোনও কর্মসূচিতে নামছেন না।” এসমস্ত অভিযোগ ঘিরে দলীয় কার্যালয়ে আরেক প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের সঙ্গে বচসা হয় তাঁর। সেখান থেকে ফিরেই ফেসবুক পোস্টটি করেন দুধকুমার।

 

উল্লেখ্য, দুধকুমার মণ্ডলের আমলেই বীরভূমে বিজেপির উত্থান। রমরমা হয়েছিল জেলাজুড়ে। জেলা সভাপতি ছিলেন তিনি। অথচ পুরভোটের সময় তাঁর সঙ্গে আলোচনা করেই কলকাতা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দুধকুমার। শুধু তাই নয়, এর আগে দলের প্রতি ক্ষোভপ্রকাশ করে রাজনৈতিক সন্ন্যাসও নিয়েছিলেন। সেইসময় লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য নেতৃত্ব তাঁকে রাজনীতিতে ফিরতে অনুরোধ করেন। সক্রিয় রাজনীতিতে ফিরেও এসেছিলেন আরএসএসের প্রচারক। কিন্তু বর্তমানে দুধকুমারের অভিযোগ, তাঁর সঙ্গে আলোচনা না করেই ব্লক কমিটি তৈরি হচ্ছে। তাই নিজের অনুগামী ও ব্লক কমিটির সদস্যদের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। তবে এটাও তাঁর অনুরোধ, কর্মসূচিতে অংশ না নিলেও কেউ বিজেপি ছাড়বেন না।

[আরও পড়ুন: ‘এত টাকা এল কোথা থেকে?’, কেকের অনুষ্ঠানের খরচ নিয়ে এবার প্রশ্ন তুললেন সৌগত রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement