নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে (Birbhum) শুভেন্দুর সভায় যাচ্ছেন না দুধকুমার মণ্ডল। শনিবার বিকেলে ময়ূরেশ্বরে সভা রয়েছে বিজেপির। কিন্তু সেখানে যাবেন না বীরভূম বিজেপির অন্যতম ‘স্তম্ভ’ দুধকুমার। স্বাভাবিকভাবেই সভায় থাকবেন না তাঁর অনুগামীরাও। যা ঘিরে ইতিমধ্য়ে চাঞ্চল্য় ছড়িয়েছে।
বীরভূম বিজেপির অন্যতম মুখ দুধকুমার। বিধানসভার পাশাপাশি লোকসভার প্রার্থীও হয়েছিলেন তিনি। জেলায় গেরুয়া শিবিরের সংগঠন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কিন্তু সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। রাজ্য় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিষ নজরে পড়েছেন তিনি। এবার রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায়ও থাকবেন না দুধকুমার মণ্ডল।
এ প্রসঙ্গে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্য় দুধকুমার জানিয়েছেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আমাকে কোনও সভা-সমিতিতে যেতে নিষেধ করা হয়েছে। পালটা আমিও চিঠিও দিয়েছিলাম। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। তাই আমি সভায় যাব না।” যদিও এ প্রসঙ্গে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, দুধকুমার মণ্ডলের আমলেই বীরভূমে বিজেপির উত্থান। রমরমা হয়েছিল জেলাজুড়ে। জেলা সভাপতি ছিলেন তিনি। অথচ পুরভোটের সময় তাঁর সঙ্গে আলোচনা করেই কলকাতা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দুধকুমার। শুধু তাই নয়, এর আগে দলের প্রতি ক্ষোভপ্রকাশ করে রাজনৈতিক সন্ন্যাসও নিয়েছিলেন। সেইসময় লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য নেতৃত্ব তাঁকে রাজনীতিতে ফিরতে অনুরোধ করেন। সক্রিয় রাজনীতিতে ফিরেও এসেছিলেন আরএসএসের প্রচারক। কিন্তু দলের ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে মুখ খোলায় আপাতত দলেই একঘরে তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.