রাজকুমার, আলিপুরদুয়ার: হাঁড়িয়ার নেশায় বুঁদ দাতাল! গজরাজকে জঙ্গলে ফেরাতে গিয়ে নাজেহাল অবস্থা বনকর্মীদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটার দলগাঁও চা বাগান লাগোয়া এলাকায়। শেষ খবর অনুযায়ী, এখনও হাতিটিকে জঙ্গলে ফেরানো যায়নি।
শুক্রবার সাতসকালে দলগাঁও রেঞ্জের জঙ্গল থেকে একটি হাত ঢুকে পড়ে দলগাঁও চা বাগান লাগোয়া শ্রমিক বসতিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্রমিক বসতিতে একটি বাড়ির উঠানে রাখা ছিল হাঁড়িয়া। চোখের নিমেষে তা সাবাড় করে দেয় দাতালটি। আর তার জেরেই ঘটে বিপত্তি। সময় যত গড়াতে থাকে, নেশার মাত্রাও ততই বাড়তে থাকে। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, একসময়ে ফালাকাটা-বীরপাড়া জাতীয় সড়কে ছোটাছুটি করতে শুরু করে হাতিটি। স্থানীয় বাসিন্দাদের অবশ্য বক্তব্য, নেশায় মাতাল হয়ে গেলেও, হাতিটি কিন্তু কারও ক্ষতি করেনি। কারও বাড়িতেও ঢুকে পড়েনি। এদিকে খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। কিন্তু হাতিটি কিছুতেই জঙ্গলের দিকে ফিরতে চাইছে না। নাজেহাল অবস্থা বন দপ্তরের কর্মীদের। শেষ খবর অনুযায়ী, এখনও হাতিটি দলগাঁ চা বাগানেই লুকিয়ে রয়েছে।
দলগাঁ রেঞ্জের বিট অফিসার শামিম চৌধুরি জানিয়েছেন, ‘হাতিটি চা-বাগানে লুকিয়ে রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। হাতিটিকে বিরক্ত না করার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।’ ডুয়ার্সে চা বাগানে হাতির আনাগোনা নতুন নয়। তবে এতবড় হাতি তাঁরা আগে কখনও দেখেননি বলে দাবি করেছেন দলগাঁ চা বাগান লাগোয়া এলাকার বাসিন্দারা। হাতিটি জঙ্গলে না ফেরা পর্যন্ত আতঙ্ক কাটছে না তাঁদের।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.