Advertisement
Advertisement

Breaking News

Nadia

মদ্যপ অবস্থায় গৃহবধূদের শোওয়ার ঘরে উঁকি! পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ ৫০ জন মহিলা

শনিবার ভোররাতে ফের একই ঘটনা ঘটানোর পর ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর।

Drunk man in nadia santipur try to enter in room complaint registered by 50 womens

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 20, 2024 4:21 pm
  • Updated:April 20, 2024 4:21 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: রাত হলেই নেশায় মত্ত হয়ে এলাকার মহিলাদের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। আবার জানলা দিয়ে শোওয়ার ঘরে উঁকি মারেন বলেও অভিযোগ মহিলাদের। যে বাড়িতে পুরুষরা নেই, বেছে বেছে সেই বাড়িগুলোতেই ঢোকার চেষ্টা করেন বলে দাবি মহিলাদের। প্রায় তিন বছর ধরে এই ‘অপকর্ম’ চালাচ্ছে অভিযুক্ত ব্যক্তি। শনিবার ভোররাতে ফের একই ঘটনা ঘটানোর পর ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর। অভিযুক্ত ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে একসঙ্গে ৫০ জন মহিলা অভিযোগ জানান থানায়।

ন্যক্কারজনক ঘটনাটি নদিয়ার শান্তিপুর (Santipur) থানা এলাকার করমচাঁপুর জোড়া বটতলা এলাকার। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার। বয়স আনুমানিক ৪৫ বছর। এক অভিযোগকারী শেফালি সরকারের দাবি, গত তিন বছর ধরে অভিযুক্ত ব্যক্তি এই কাণ্ড করে আসছেন। শনিবার ভোররাতে আবার একই ঘটনা ঘটে। এক বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে অভিযুক্ত। ঘরের খিলও দিয়ে দেয় সে।

Advertisement

[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগান, অধীরের পর বিক্ষোভের মুখে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী]

ঘটনা জানাজানি হতেই বেরিয়ে আসেন কয়েকজন মহিলা। তাঁদের হাতে ধরাও পড়ে অভিযুক্ত। কিন্তু হাত ছাড়িয়ে পালিয়ে যান প্রদীপ। এর পরেই এলাকার মহিলারা সিদ্ধান্ত নেন সকাল হলেই পুলিশের (Police) দ্বারস্থ হবেন। সেই মতো গ্রামের প্রায় ৫০ জন মহিলা শান্তিপুর থানায় (Santipur Police Station) পৌঁছে যায়। প্রত্যেকেই সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: কাকভোরে কালীগঞ্জে বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ঝলসে গেলেন মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement