Advertisement
Advertisement
Howrah

সিভিক ভলান্টিয়ারের বাড়িতে মদের আসর থেকে মহিলাদের কটুক্তি! প্রতিবাদ করতেই ‘মার’ পুলিশের

মদের বোতল ভাঙা থেকে চিৎকার, মহিলাদের কটুক্তিও করা হয় বলে অভিযোগ।

Drunk civic volunteer, constable thrash villagers at Howrah

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:December 26, 2023 12:24 pm
  • Updated:December 26, 2023 1:24 pm  

মণিরুল ইসলাম, হাওড়া: সিভিক ভলান্টিয়ারে বাড়িতে মদের আসর। রাত বাড়লেই সেখানে চিৎকার-চেঁচামেচি, কাঁচের বোতল ভাঙা, মহিলাদের কটুক্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। আর এই কাণ্ড ঘটাতেন খোদ পুলিশ কর্মীরা। গ্রামবাসীরা প্রতিবাদ করায় পালটা তাঁদের উপর চড়াও হল পুলিশ। এমনকী, লাঠিচার্জের অভিযোগও উঠল তাদের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়ার রাজাপুর থানার মল্লিকপোল জগদীশপুর এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজাপুর থানার কনস্টেবল ধর্মা দাস-সহ বেশকিছু সিভিক ভলান্টিয়ার রাজাপুর থানার এক সিভিকের বাড়িতে মদের আসর বসায় প্রায় প্রতিদিন। রাত বাড়লেই সেখানে হাঙ্গামা বেঁধে যায়। মদের বোতল ভাঙা থেকে চিৎকার, এমনকী মহিলাদের কটুক্তিও করা হয় বলে অভিযোগ। বড়দিনের রাতেও ওই বাড়িতে মদের আসর বসেছিল।

Advertisement

[আরও পড়ুন: অবিশ্বাস্য! হার্দিককে দলে নেওয়ার জন্য গুজরাটকে ১০০ কোটি ট্রান্সফার ফি দিয়েছে মুম্বই!]

রোজকারের অশান্তি আর মানতে পারেননি গ্রামবাসীরা। প্রতিবাদ করেন। পালটা পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ লাঠিচার্জ করেছে তারা। যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, সিভিক ভলান্টিয়ারের উপদ্রপে বিরক্ত চাকদহের বাসিন্দারাও। 

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ‘শত্রু’-কে খুঁজে বের করলেন অশ্বিন! কে সেই ব্যক্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement