রাজা দাস, বালুরঘাট: মদের বোতল হাতে নিয়ে জলসায় বিজেপি নেতার নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর এলাকার এমন ঘটনা প্রকাশ্যে আসতেই সরব তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল। অস্বস্তিতে বিজেপি জেলা নেতৃত্ব।
জানা গিয়েছে, বালাপুর এলাকায় বাড়ি বিজেপি নেতা নিরঞ্জন মণ্ডলের। বালাপুর বুথ ইনচার্জের দায়িত্বে রয়েছেন তিনি। এলাকায় বেশ দাপটও তার আছে। এদিকে স্ত্রী রূপালি মণ্ডল মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিজেপির জনপ্রতিনিধি। গত ২৬ ডিসেম্বর বালাপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এলাকার মানুষজন। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও সেখানে হাজির হয়েছিলেন। ওই দিন রাতেই বহিরাগত এক পুরুষ শিল্পী গান করছিলেন। সেই সময় মঞ্চে ছিলেন নিরঞ্জনবাবুও। অন্যদের সঙ্গে তিনিও নাচানাচি করছিলেন। কিছু বাদে তিনি নিচ থেকে একটি মদের বোতল বের করে মঞ্চে নাচানাচি শুরু করেন। শুধু নাচ নয়, সেই বোতলের মদ অন্যকে খাইয়ে নিজেও খাচ্ছেন। ক্যামেরাবন্দি সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এনিয়ে সরব হয় অন্যান্য রাজনৈতিক দল।
[অবৈধ মাটি কাটার ব্যবসা চালানোর অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা]
তৃণমূল কংগ্রেসের বালুরঘাট ব্লক সভাপতি তথা জেলা নেতা প্রবীর কুমার রায় জানান, দেশের জন্য বড় চিন্তাকারী দলের কর্মীরা প্রকাশ্য জলসায় মঞ্চে উঠে মদ খাচ্ছেন আর নাচছেন। দলীয় ওই কর্মীদের শিক্ষা-দীক্ষার প্রয়োজন। অন্যদিকে, বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, বিষয়টি ঠিক জানা নেই। এবিষয়ে খোঁজ নিয়ে দেখবেন। তবে এমন যদি কেউ করে থাকে দল তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেবে।
দেখুন সেই ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.