চলছে তল্লাশি অভিযান। নিজস্ব চিত্র
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাছের ক্রেটের মধ্যে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল। কিন্তু পুলিশি অভিযানে শেষপর্যন্ত তা বানচাল হল। উদ্ধার হল কোটি টাকার বেশি মূল্যের মাদক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদক পাচারের সম্ভাবনা আছে। গোপন সূত্রে সেই খবর আসে ডায়মন্ড হারবার জেলা পুলিশের কাছে মঙ্গলবার গভীর রাতে। তারপরই অভিযান শুরু করে মগরাহাট থানার পুলিশ। মগরাহাটের ধামুয়া-মাগুরপুকুর রোডে শুরু হয় তল্লাশি অভিযান। ওই রাস্তায় যাওয়া গাড়িগুলিকে থামিয়ে চলছিল চেকিং। সেসময় একটি ছোট ম্যাটাডোর গাড়ি এসে দাঁড়ায়। মাছ নিয়ে যাওয়া হছে বলে জানানো হয়েছিল। পুলিশ তল্লাশির কথা বললেই গাড়ির চালক পালিয়ে যায়। ফলে পুলিশের সন্দেহ আরও দানা বাঁধে।
গাড়ির ভিতর তল্লাশি চালাতেই চক্ষুচড়কগাছ হয় তদন্তকারীদের। মাছের ক্রেটের মধ্যে সাজানো ছিল থরে থরে প্যাকেট। মাছের ক্রেটের আড়ালে ওই প্যাকেটেই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। তা আর বুঝতে সমস্যা হয়নি পুলিশের। কয়েক কুইন্টাল মাদক উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার উপরে। তেমনই জানিয়েছেন তদন্তকারীরা। চালক পালিয়ে গেলেও গাড়ির মধ্যে একজন উপস্থিত ছিল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওড়িশা থেকে ওই মাদক নিয়ে আসা হচ্ছিল। কোথায় সেই মাদক পাচার করা হচ্ছিল? পাচারের সঙ্গে আর কারা জড়িয়ে আছে? সেসব বিষয় জানার চেষ্টা চলছে। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার, বড় সাফল্য বলেই দাবি করছে পুলিশ-প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.