Advertisement
Advertisement

মাদকের হোম ডেলিভারি! প্রতিবাদ করে বেধড়ক মার খেলেন যুবক

রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি আহত যুবক।

Drug mule thrashes youth in Rampurhat
Published by: Subhamay Mandal
  • Posted:September 1, 2018 1:07 pm
  • Updated:September 1, 2018 1:08 pm  

নন্দন দত্ত, সিউড়ি: মাদকদ্রব্যের ‘হোম ডেলিভারি’। সেই ডেলিভারির শিকার এক পরিবার। পরিবারের তরফে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করতে গিয়ে কারবারিদের হাতে নির্মমভাবে মার খেলেন এক যুবক। তাঁকে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। মারের চোটে মাথায় কয়েকটি সেলাই পড়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রামপুরহাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের রেলপাড় এলাকায়। অভিযুক্ত মাদক বিক্রেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[একই মাঠে বারবার সাপের ছোবল! অকাল মনসা পুজো ভাতারের বড়বেলুন গ্রামে]

Advertisement

দীর্ঘদিন ধরে রামপুরহাটের রেলপাড় এলাকার লাগোয়া বনহাট গ্রামে মাদক বিক্রির কারবার চলছে। অভিযোগ, মোটরবাইকে করে ব্রাউন সুগার, হেরোইনের মত নেশার সামগ্রী বাড়িতে কিংবা নির্দিষ্ট জায়গায় ডেলিভারি দেওয়া হয়। ফোন করলেই ওই সব মাদকদ্রব্য পৌঁছে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়াদের কাছে। রামপুরহাটের চামড়াগোদাম পাড়ার এক যুবক সেই খপ্পড়ে পড়ে মাদকাসক্ত হয়ে পরে। শুক্রবার দুপুর বারোটা নাগাদ মাদকাশক্ত যুবকের দাদা বাবুরাজ শেখ তাঁর ভাইয়ের নেশার উৎসের খোঁজ শুরু করেন। একটি খোঁজ পান তিনি। জানতে পারেন তার ভাই কার কাছে মাদক নেয়। সেই সূত্র শহরের ১৩ নম্বর ওয়ার্ডের রেলপাড়ে শুক্রবার সকাল থেকে অপেক্ষায় ছিলেন। সেখানেই মাদকের সরবরাহকারীরা আসতেই তিনি প্রতিবাদ করে ওঠেন। মাদক কারবারীরা কোমরের বেল্ট খুলে লাঠি দিয়ে মারধর শুরু করে বাবুরাজকে। ঘটনার জেরে এলাকার লোকজন জড়ো হতেই কারবারিরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করে। বাবুরাজ বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার ফলে সর্বস্ব খুইয়ে এখন বাড়িতে এসে আমাদের উপর অত্যাচার করছে। আমরা তাকে নেশা ছাড়ানোর জন্য চেষ্টা করছি। কোথা থেকে নেশার দ্রব্য মিলছে সেটা জেনে রেল পাড়ে যায়। ঘটনার প্রতিবাদ করতেই ওই মাদক বিক্রেতা আমাকে লাঠি ও বেল্ট খুলে মারতে থাকে।’ বাবুরাজ জানান, তিনি তাদের চিনতে পেরেছেন। বনহাট গ্রামের বাসিন্দা বিনোদ শেখ, বিট্টু শেখ, আরবাজ শেখ ও রেল পাড়ের বাসিন্দা বুবাই শেখ এই মাদক কারবারের সঙ্গে যুক্ত। বাইকে করে ঘুরে তারা হোম ডেলিভারি দেয়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

[মোমোর পর এবার ‘ভূতুড়ে’ গ্র্যানির আতঙ্ক, জলপাইগুড়িতে অসুস্থ বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement