Advertisement
Advertisement
Sundarbans coast surveillance

সুন্দরবন উপকূলে নজরদারি বাড়াতে ব়্যাডার, আকাশপথে থাকছে আধুনিক হেলিকপ্টারও

চোরাচালানের পাশাপাশি বন্যপ্রাণ হত্যা বন্ধের জন্যও কোস্ট গার্ড বিশেষ নজরদারি রাখছে।

Drones and Modern helicopters to increase the surveillance of Sundarbans coast | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 31, 2023 9:06 pm
  • Updated:January 31, 2023 9:06 pm  

অর্ণব আইচ: সুন্দরবনের উপর নজরদারিতে গুরুত্ব। তাই দক্ষিণ ২৪ পরগনার সাগরের পর এবার সুন্দরবন (Sundarbans) এলাকায় আরও একটি ব়্যাডার বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জেলে ডিঙি থেকে শুরু করে বড় জলযান, কোনওটিই পার পাবে না বাহিনীর হাত থেকে। বাংলাদেশ থেকে সুন্দরবন হয়ে জঙ্গি অনুপ্রবেশ রুখতে এখন অনেক কড়া এই বাহিনী।

Indian-Coast-Guard

Advertisement

৪৭ বছরে পা দিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেই উপলক্ষ্যেই মঙ্গলবার বন্দরে ভিড়েছে বাহিনীর টহলদার তথা হেলিকপ্টার বহনকারী জাহাজ ‘বিজয়’। এই জাহাজে বসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আইজি ইকবাল সিং চৌহান জানান, ২০০৮ সালে যখন জলপথে এসে মুম্বইয়ে জঙ্গিরা হামলা করেছিল, তখন থেকে এখন পর্যন্ত উপকূলরক্ষী বাহিনীর পরিকাঠামোর ৭০ শতাংশ উন্নতি হয়েছে। এখন ১৫৮টি টহলদার জাহাজ ও হোভারক্রাফট বাহিনীর হাতে রয়েছে। বাহিনীর নিজস্ব ১৬টি অত‌্যাধুনিক হালকা ওজনের হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে চারটি বাংলা ও ওড়িশার উপকূলের নজরদারির জন‌্যও।

[আরও পড়ুন: ‘ওকে আমিই সিঁদুর পরতে বলেছি’, বৈশাখীর ‘সুরক্ষাকবচ’ হয়ে দাঁড়ালেন শোভন]

আরও ৬টি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে। এই রাজ্যেই রয়েছে কোস্ট গার্ডের তিনটি বিমান। নজরদারির উপর গুরুত্ব দিতে ‘বোর্ডিং অপারেশন’ এক বছরেই ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার ফলে পূর্ব উপকূলে বেড়েছে নজরদারিও। এমনকী, বাংলাদেশ হয়ে নদীপথে উত্তর-পূর্ব ভারতে যে মালবাহী বা যাত্রীবাহী জলযান চলে, সেগুলির উপরও চলছে নজরদারি। গত এক বছরে বাহিনী ৫৯৬ জনকে উদ্ধার করেছে। উপকূলে জাহাজ থেকে তেল পড়ে যাতে দূষণ না হয়, তার জন‌্য বন্দর ও কোস্ট গার্ডের পরিষ্কার করার পরিকাঠামো রয়েছে। চোরাচালানের সঙ্গে সঙ্গে বন‌্যপ্রাণ হত‌্যা বন্ধের জন‌্যও কোস্ট গার্ড বিশেষ নজরদারি রাখছে।

Indian-Coast-Guard-1

উপকূলরক্ষী বাহিনীর এক কর্তা জানান, গোপালপুর, পারাদ্বীপ ছাড়াও সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপর নজরদারির জন‌্য সাগরে রয়েছে বাহিনীর ব়্যাডার। এছাড়াও টহলদার জাহাজে থাকা ব়্যাডার ও আকাশপথে টহলের সময়ও প্রত্যেকটি জলযান। এমনকী, জেলে ডিঙির উপরও নজর দেওয়া হয়। জেলেদের নৌকা বা ভুটভুটি থামিয়ে মৎস‌্যজীবীদের আসল পরিচয় জানার চেষ্টা হয়। কিন্তু তাতেও সুন্দরবনের কিছু এলাকার উপর নজরদারি বাদ পড়ে যাচ্ছে। সমুদ্র উপকূলবর্তী সুন্দরবনের উপর আরও নজরদারির জন‌্য আরও একটি ব়্যাডার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কোস্ট গার্ড সমীক্ষা করছে। সেই মতো কোন দ্বীপ বা উপকূলবর্তী জায়গায় ব়্যাডার বসানো হবে, সেই ব‌্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

[আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের কাজে চূড়ান্ত বিরক্ত, SIT আধিকারিককে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement