Advertisement
Advertisement

বেয়াড়া অটোর দৌরাত্ম্য রুখতে বাতিল হবে লাইসেন্স

বেয়াদপ অটোয় লাগাম টানতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী৷

Driving license will be cancelled as a punishment of recklessness of auto drivers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 9:41 am
  • Updated:January 28, 2020 5:30 pm  

স্টাফ রিপোর্টার: বেয়াদপ অটোয় লাগাম টানতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী৷ অটো চালকের বিরু‌দ্ধে অভিযোগ পেলে প্রথমে সাসপেন্ড এবং দোষ প্রমাণিত হলে চিরকালের জন্য বাতিল হতে পারে লাইসেন্স৷ সোমবার বাঘাযতীনে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে অটো চালকের সঙ্গে পুলিশের বচসা ও রুট বন্ধ করে রাখার পর এমনই কড়া বার্তা দিলেন তিনি৷

মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, “দুষ্কৃতীর হাতে অটোর স্টিয়ারিং নয়৷ গুন্ডামি করলে অন্য কাজ করতে হবে৷” গত কয়েক মাসে অটোকে কেন্দ্র করে শহরে একের পর এক ঘটনার পর এদিন মন্ত্রী সাফ জানিয়ে দেন, কোথাও অটো চালকের বিরু‌দ্ধে অভিযোগ পেলে প্রাথমিকভাবে তিন মাসের জন্য তার লাইসেন্স বাজেয়াপ্ত করে তাকে সাসপেন্ড করা হবে৷ পরিবহণ দফতরের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অভিযোগটি খতিয়ে দেখবে৷ দোষ প্রমাণিত হলে সেই অটো চালকের লাইসেন্স বাতিল করা হবে৷ এবং ভবিষ্যতে সে কোনও দিন লাইসেন্স পাবে না৷ মন্ত্রী জানিয়েছেন, অটো চালকদের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে৷ তবে এখন থেকে আরও কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে৷ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে অতিরিক্ত যাত্রী তোলার প্রতিবাদ করায় দুই যাত্রীকে মারধর করে মাঝ রাস্তায় অটো থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক অটো চালকের বিরু‌দ্ধে৷

Advertisement

সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি অভিযোগ উঠেছে অটোর বিরু‌দ্ধে৷ এদিন মন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে যায় যে অটো চালকদের দৌরাত্ম্য আর বরদাস্ত করা হবে না৷ যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম আপস করতে রাজি নয় সরকার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement