Advertisement
Advertisement

Breaking News

Sabitri Mitra

প্রকাশ্যে এলোপাথাড়ি কোপ সাবিত্রী মিত্রর গাড়িচালককে! খুনের চেষ্টা, কী প্রতিক্রিয়া বিধায়কের?

নেপথ্যে রাজনীতি নাকি পুরনো শত্রুতা?

Driver of Sabitri Mitra attacked by goons
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 15, 2025 1:20 pm
  • Updated:February 15, 2025 1:20 pm  

বাবুল হক, মালদহ: চলতি মাসের শুরুতেই হামলার মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এবার তাঁর গাড়িচালকের উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই যুবককে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকায়। কিন্তু কেন এই হামলা? নেপথ্যে রাজনীতি নাকি অন্যকিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তাঁর গাড়িচালক অনুপ সাহা। শনিবার রাতে ওই যুবক পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার সময় পরিবারের সদস্যরা এগিয়ে যান। পিছনে ছিলেন অনুপ। জানা গিয়েছে, হঠাৎ ওই যুবক দেখেন, পুরাতন মালদহ ব্লক গেটের সামনে তিন-চার মুখ বেঁধে ঘুরছে। সন্দেহ হওয়ায় তাঁদের ছবি তুলতে যান তিনি। অভিযোগ, দুষ্কৃতীরা তখনই অনুপের উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। অনুপ আর্তনাদ করলে পরিবারের সদস্যরা ছুটে যান। তখন দুষ্কৃতীরা চম্পট দেয়। রাতেই রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে মৌলপুর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে বাড়িতে চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

ঘটনার খবর পেয়ে সকালে ছুটে যায় মালদহ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুরু করা হয়েছে তদন্ত। এ বিষয়ে এখনও বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আহতের দাবি, পুরনো আক্রোশের জেরেই সম্ভবত এই ঘটনা। দ্রুতই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement