Advertisement
Advertisement

Breaking News

Narendrapur

একা বৃদ্ধকে বেঁধে রেখে বাড়িতে লুঠ গাড়ি চালকের, উপস্থিত বুদ্ধির জেরে পাকড়াও দুষ্কৃতী

গৃহকর্ত্রীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীর।

Driver loots old man's house, later got caught in Narendrapur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:June 18, 2023 1:38 pm
  • Updated:June 18, 2023 1:38 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: ফের বাড়িতে বয়স্কদের একা থাকার সুযোগে লুঠপাট। বাড়িতে ঢুকে গলায় ধারালো অস্ত্র রেখে সোনা, নগদ লুঠ করল দুষ্কৃতীরা। একইদিনে রাজ্যের দুই প্রান্তে ঘটে গেল এই ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লিতে। পরের ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের মিশনপল্লির বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) ৷ দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ৷ বাড়িতে তিনি ছাড়াও থাকেন তাঁর স্ত্রী ও পুত্র ৷ ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক। আত্মীয়ের বিয়ে উপলক্ষে তাঁর স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন ৷ ফলে বাড়ি ফাঁকাই ছিল ৷ বাড়ির মেন গেটও খোলা ছিল ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা হেঁটে আসে যাতে কারওর কোনও সন্দেহ না হয় ৷

Advertisement

[আরও পড়ুন: রবিবার কাকভোরে রক্তাক্ত দিল্লি, আততায়ীদের গুলিতে ছিন্নভিন্ন দুই যুবতী]

রোজকার মতো শনিবার দুপুরে বৃন্দাবনবাবু খেতে বসবেন এমন সময় পিছন থেকে দুজন গিয়ে তাঁর গলায় ছুরি ধরে হাত-পা বেঁধে দেয়। মুখ ঢাকা দুষ্কৃতীরা পুরো ঘর তছনছ করে দেয়। বাড়িতে থাকা প্রায় ৩ লক্ষ টাকা নগদ, ১০০ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে অপারেশন ৷ দুষ্কৃতীরা পালিয়ে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ ৷ সেই শুনে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ তাঁরাই বৃদ্ধকে উদ্ধার করেন। বৃদ্ধের কথা শুনে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক ৷ যেহেতু তারা হেঁটে এসেছিল তাই প্রতিবেশীরা একজনকে ধরে ফেলে ৷ ধৃতের নাম নাজমুল হোসেন শেখ ৷ বাড়ি ক্যানিং এলাকায়। তার কাছ থেকে কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে ৷ এছাড়া গ্রেপ্তারও করা হয়েছে বাড়ির গাড়িচালককেও ৷

অভিযোগ, উত্তরপাড়ার মাখলায় বাড়ির গৃহকর্ত্রীকে বেহুঁশ করে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর। শনিবার দুপুরে মাখলা ২১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হঠাৎই এক ব্যক্তি আসেন এবং জল চান। ওই ব্যক্তি তাঁর শাশুড়ি ও তাঁকে বেহুঁশ করে দিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান আসে তাঁদের। এই ঘটনায় ইতিমধ্যেই তাঁরা উত্তরপাড়া থানায় জানান,পুলিশ সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: রাজ্যপাল পোশাকও কিনছেন সরকারি টাকায়! বিস্ফোরক অভিযোগ তুলে রাজভবনে অডিটের দাবি কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement