Advertisement
Advertisement

Breaking News

Chanditala

মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরে বেরাচ্ছে কুকুর! দৃশ্য দেখে শিউড়ে উঠল চণ্ডীতলা

পুলিশ এসে রহস্যের পর্দাফাঁস করে।

Dog roaming with beheaded head of man in Chanditala

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 16, 2025 7:38 pm
  • Updated:April 16, 2025 7:38 pm  

সুমন করাতি, হুগলি: মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর! শিউরে ওঠা দৃশ্য দেখল চণ্ডীতলার বেগমপুর। শোরগোল পড়ে যায় এলাকায়। পরে কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার করা হয়। তারপরই রহস্যের পর্দাফাঁস হয়।

রেল পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ন’টা নাগাদ চণ্ডীতলার বেগমপুর ২০ নম্বর রেলগেট এলাকায় একটি কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রাই সারমেয়টিকে তাড়ায়। খবর যায় কামারকুন্ডু জিআরপি ও চণ্ডীতলা থানায়। দুই থানা থেকেই পুলিশ আসে। কাটা মুন্ডু যেখানে পাওয়া গিয়েছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন। সেখানে তল্লাশি চালাতেই দেহের খোঁজ মেলে। উদ্ধার হয় মুন্ডহীন দেহ। তারপরেই পুলিশ নিশ্চিত হয় যে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Advertisement

পুলিশ জানিয়েছে, কোনও দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান। ধর-মুন্ডু আলাদা হয়ে যায়। পোস্টে সেই রক্তের দাগও পাওয়া গিয়েছে। তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ধর মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub