রাজকুমার, আলিপুরদুয়ার: উপদ্রবে তিতিবিরক্ত হয়ে যখন কলকাতার এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানাকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলল নার্সিং পড়ুয়ারা, তখন আলিপুরদুয়ারে রীতিমতো দমকল ডেকে একটি পথ কুকুরকে বাঁচালেন স্থানীয় বাসিন্দারা।
[প্রতিটি বাড়িতেই ঢুকে পড়ছে বিষধর সাপ! আতঙ্ক মালদহে]
আলিপুরদুয়ারের শামুকতলার কার্তিকা চৌপথি এলাকায় থাকেন উদয় চক্রবর্তী। শনিবার রাতে তাঁর ছেলের বৌভাতের অনুষ্ঠান ছিল। তাই অনেক রাত পর্যন্ত জেগেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, রাতে কুকুরের কান্নার আওয়াজ শোনা যায়। শুরু হয় খোঁজাখুঁজি। শেষে দেখা যায়, উদয় চক্রবর্তীর বাড়ির কুয়োতেই পড়ে গিয়েছে একটি কুকুর। কিন্তু, অনেক চেষ্টা করেও রাতে সারমেয়টিকে কুয়ো থেকে উদ্ধার করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। শেষপর্যন্ত রবিবার সকালে তাকে উদ্ধারের জন্য দমকলে খবর দেন শামুকতলার কার্তিকা চৌপথি এলাকায় বাসিন্দারা। দেরি করেননি আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের কর্মীরাও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। কুয়োতে দড়ি ফেলে কুকুরটিকে তুলে আনার চেষ্টা শুরু হয়। প্রথমে কয়েকবার ফসকে গেলেও, একসময় দড়ি ধরে উপরে আসে কুকুরটি। স্বস্তির নিশ্বাস ফেলেন শামুকতলার বাসিন্দা। খুশি দমকলকর্মীরাও।
আলিপুরদুয়ার দমকলকেন্দ্রের আধিকারিক মহম্মদ আরাফত হক বলেন, ‘একটা প্রাণীকে বাঁচাতে পেরে আমরা খুব খুশি। খুব ভাল লাগছে।’ দিন কয়েক আগেই এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারা ঘটনার শোরগোল পড়েছিল কলকাতায়। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এনআরএস হাসপাতালের দুই নার্সিং পড়ুয়াকে গ্রেপ্তারও করে এন্টালি থানার পুলিশ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.