রাজা দাস, বালুরঘাট: রোগীদের সুবিধার কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ বালুরঘাট সদর হাসপাতালের। হাতে লেখা নয়, এবার রোগীরা পাবেন টাইপ করা প্রেসক্রিপশন। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এই পরিষেবা।
বছরের পর বছর ধরে চিকিৎসকরা হাতেই লেখেন প্রেসক্রিপশন। এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল ওষুধের নাম পড়া। ওষুধ বিক্রেতারা সহজেই তা পড়তে পারলেও আমজনতার পক্ষে তা অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব। ফলে সমস্যায় পড়তে হয়। সেই কারণেই এবার টাইপ করা প্রেসক্রিপশন দেওয়ার সিদ্ধান্ত নিল বালুরঘাট সদর হাসপাতাল। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে বহির্বিভাগে ও সাধারণ মেডিসিন বিভাগে চিকিৎসকদের পাশাপাশি একজন হাসপাতাল কর্মী থাকবেন। চিকিৎসকের নির্দেশ মতো তিনিই ওষুধের নাম টাইপ করবেন। রোগীদের দেওয়া হবে টাইপ করা প্রেসক্রিপশন। যাতে রোগীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।
এ বিষয়ে বালুরঘাট হাসপাতাল সুপার কৃষেন্দুবিকাশ বাগ জানান, “চিকিৎসদের হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে রোগীরা অধিকাংশ ক্ষেত্রে সমস্যায় পড়েন। কারণ, সব ওষুধ হাসপাতালে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় না সেগুলো বাইরে থেকে কিনতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সেই কারণেই আমরা নয়া ব্যবস্থা চালু করছি। আপাতত মানসিক-সহ কম রোগী থাকা বিভাগে এটি চালু হবে। এর প্রশিক্ষণ শুরু হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.