Advertisement
Advertisement

গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, চিকিৎসকদের মারধরের ঘটনায় উত্তপ্ত কোচবিহার

প্রতিবাদে আধঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।

Doctors heckled by patient relatives in cooch behar
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2019 1:18 pm
  • Updated:August 27, 2019 7:10 pm  

বিক্রম রায়, কোচবিহার: এনআরএসে চিকিৎসকদের মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি রাজ্যে। চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ তুলে ২ চিকিৎসক ও ২ নার্সকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রতিবাদে আধঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।

[আরও পড়ুন: রানুর ‘তেরি মেরি কাহানি’ শুনে চোখে জল, দেখুন সেই বলিউড গানের ঝলক]

জানা গিয়েছে, দিন পনেরো আগে দিনহাটা হাসপাতালে ভরতি করা হয় বছর পাঁচেকের রাজু বর্মণকে। পা ভেঙে গিয়েছিল তার। চিকিৎসার পরেও উন্নতি না হওয়ায় দিন সাতেক আগে রাজুকে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল ওই শিশুটির। সোমবার রাতে হঠাৎই রাজুর অবস্থার অবনতি হতে শুরু করে। পরে মঙ্গলবার ভোরে মৃত্যু হয় রাজুর। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিবারের সদস্যরা। সেই সময়ই হাসপাতালে রুটিন নজরদারি চালাচ্ছিলেন অস্থিবিভাগের প্রধান প্রসূন মণ্ডল। অভিযোগ, হাসপাতালে ভাঙচুরের পর আচমকাই প্রসূনবাবুর উপর চড়াও হয় রোগীর পরিবারের সদস্যরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কল্যাণ সিংহরায় নামে এক চিকিৎসক ও ২ নার্স। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

Advertisement
chb-hospi-death
কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুর পরিবার

পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। চিকিৎসকদের মারধরের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনের ঘটনার পর ফের প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার সকালে আধঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন চিকিৎসকেরা বৈঠকে বসেছেন। এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারিত হবে এই বৈঠকেই।

[আরও পড়ুন:প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি পড়ুয়াদের মধ্যে, অভিযোগ শুনলেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement