Advertisement
Advertisement

রোগীর মৃত্যুর জেরে মারধর, নার্সিংহোমে কাজ বন্ধ ডাক্তারদের

প্রতিবাদে রোগী দেখাই বন্ধ করে দিলেন ইসলামপুর মহকুমার সমস্ত নার্সিংহোমের চিকিৎসকরা

doctor thrashed after patient dies on operation table
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 9:09 am
  • Updated:March 1, 2017 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : চিকিৎসায় গাফিলতির অভিযোগে মারধর করা হয়েছিল এক চিকিৎসককে। তারই প্রতিবাদে রোগী দেখা বন্ধ করে দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার সমস্ত নার্সিংহোমের চিকিৎসকরা। মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও দেন তাঁরা।

কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও

Advertisement

ইসলামপুরে মোট আটটি নার্সিংহোম রয়েছে। গত সোমবার কলেজপাড়া তিস্তামোড়ে একটি নার্সিংহোমে  অস্ত্রোপচারের সময় অপারেশন টেবিলেই মৃত্যু হয় এক বধূর। এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। ওই বধূর অস্ত্রোপচার করছিলেন হিমাংশু বিশ্বাস নামে এক চিকিৎসক।

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

বধূর মৃত্যুর খবর ছড়াতেই তাঁর পরিবারের লোকজন চড়াও হয় ওই চিকিৎসকের উপর। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় তাঁকে। মঙ্গলবার নার্সিংহোমটি সিল করে দেয় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনার প্রতিবাদেই বুধবার সরব হন মহকুমার বিভিন্ন নার্সিংহোমের চিকিৎসকরা।

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement