Advertisement
Advertisement
Howrah Accident

নার্সিংহোমে যাওয়ার পথে ডাক্তারকে পিষল ডাম্পার, সাঁতরাগাছি ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা

ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালককেও হেফাজতে নিয়েছে হাওড়া পুলিশ।

Doctor died in a road accident in Howrah

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 7, 2025 2:09 pm
  • Updated:January 7, 2025 2:17 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাঁতরাগাছি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা! ফের বেপরোয়া গতির বলি হাওড়ায়। মঙ্গলবার সকালে চিকিৎসককে পিষে দিল ডাম্পার। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালককেও হেফাজতে নিয়েছে হাওড়া পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভাশিস ঘোষ পেশায় চিকিৎসক। উত্তরপাড়ার বাসিন্দা। রোজকার মতোই এদিন সকালে বাইক নিয়ে নার্সিংহোমে যাওয়ার জন্য বেরিয়েছিলেন শুভাশিস। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজে ওঠার পরই দুর্ঘটনাটি ঘটে। একইসময় ব্রিজে একটি ডাম্পারও ছিল। পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছি ব্রিজে ওঠার পর মোটরবাইক আরোহী চিকিৎসক ডাম্পারটিকে বাঁদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি তাঁকে রেলিংয়ের সঙ্গে পিষে দেয়।

Advertisement
মৃত চিকিৎসক শুভাশিস বসু। নিজস্ব চিত্র

সঙ্গে সঙ্গে বাসিন্দা শুভাশিস ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ডাম্পার চালককে আটক করেছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। সাঁতরাগাছি ব্রিজে একের পর এক দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের উপর বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। আর তাই একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চলেছে। পুলিশি নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement