সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরই, অসমের গোর্খাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভারতীয়র প্রতি ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ সেই আশঙ্কার আঁচ যাতে পাহাড়ে ছড়িয়ে না পরে, সেজন্যে আগেভাগে ময়দানে নামলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা৷ খোলা চিঠিতে পাহাড়ের গোর্খাদের আশ্বস্ত করলেন তিনি৷ লিখলেন, “ভারতীয় গোর্খাদের আশঙ্কার কিছু নেই। অযথা গুজবে কান দেবেন না।”
[ আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, সিভিক ভলান্টিয়র-সহ মৃত ৪ ]
দার্জিলিং সাংসদ অভিযোগ করেন, এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নানান গুজব রটছে৷ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে৷ বলা হচ্ছে, এনআরসি তালিকা থেকে লক্ষাধিক গোর্খার নাম বাদ গিয়েছে। তবে কোনও ভারতীয় গোর্খার নাম বাদ পড়বে না বলে দাবি করেন রাজু সিং বিস্ত। পাশাপাশি অসমের বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলেও জানান তিনি। দার্জিলিং পাহাড়ের গোর্খা জনজাতির মানুষকে আর একটু ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি। অন্যদিকে যে সমস্ত ভারতীয়দের নাম এনআরসি থেকে বাদ গিয়েছে তাদের এখনই হতাশ হওয়ার কিছু নেই বলেও জানান। গোটাটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সঠিকভাবে হচ্ছে বলে দাবি করেন সাংসদ। এমনকী নির্বাচনী প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসবাণী মাথায় রেখেই নিশ্চিন্ত থাকতে বলেন তিনি।
[ আরও পড়ুন: ‘দিদিকে বলো’র প্রচারে গিয়ে রাত না কাটিয়েই ফিরলেন ইন্দ্রনীল, অস্বস্তিতে দল ]
এর আগে রবিবারই গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিনয় তামাং, জিটিএ বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা বিবৃতি দিয়ে এনআরসির বিরোধিতা করেছেন। এদিন অনিত থাপাও বিবৃতি দিয়ে জানিয়েছেন, আমরা এনআরসির বিরোধিতা করছি না। কিন্তু যেভাবে এনআরসি লাগু করা হয়েছে সেই পন্থার আমরা বিরুদ্ধে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী বলেন, “আগে আমি এনআরসি নাটকটা পুরোপুরি জানতাম না। যখনই তথ্য আসতে শুরু করল, আমরা দেখে চমকে গেলাম। দেখলাম যে, ১ লক্ষের বেশি গোর্খা সম্প্রদায়ের মানুষ তালিকার বাইরে রয়ে গিয়েছেন।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “হাজার হাজার ভারতীয়, সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য পরিবার, প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারও এই তালিকার বাইরে রয়েছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.