বাবুল হক, মালদহ: ট্র্যাকে চাকা আটকে বিপত্তি, দীর্ঘক্ষণ মালদহের সামসি স্টেশনে দাঁড়িয়ে ডিএমইউ লোকাল৷ বুধবার রাত থেকে ট্রেনটি দাঁড়িয়ে যায় লাইনের উপর৷ ফলে স্তব্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন৷ চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ বৃহস্পতিবার সকালে রেল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়৷
[প্রেমে ফাঁসিয়ে পরপর চারবার বিয়ে, শ্রীঘরে গ্যারাজ মিস্ত্রি ]
জানা গিয়েছে, বিহারের কাটিহার থেকে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি৷ বুধবার রাতে সামসি স্টেশনের ঢোকার পরই হঠাৎ ট্র্যাকে আটকে যায় ট্রেনের চাকা৷ ফলে রাত থেকে সেখানেই দাঁড়িয়ে যায় ডিএমইউ লোকালটি৷ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ট্রেনের যাত্রীরা৷ এমনকী, এই কারণে বিভিন্ন স্টেশনে আটকে যায় উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন৷ আটকে যায় পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাটা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি৷ আপ লাইন দিয়ে অনেক ট্রেন পাশ করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ৷
[বেনজির কাণ্ড! মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীকে অপহরণ]
রেলের তরফে আটকে পড়া ডিএমইউ ট্রেনটিকে দ্রুত লাইন থেকে বের করার চেষ্টা করা হয়৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষজ্ঞদের একটি দল৷ লাইন কেটে ট্রেনের চাকা বাইরে বের করা হবে বলে রেল সূত্রে খবর৷ এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি৷ স্বাভাবিক হয় ট্রেন চলাচল৷ বর্তমানে আবারও আগের মতো শুরু হয়েছে ট্রেন চলাচল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.