Advertisement
Advertisement

Breaking News

ফলপ্রকাশের আগেই জোটশিবিরে কাজিয়া তুঙ্গে

বেশি আসনে লড়াই করে কেন সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছনো যাবে না সিপিএমের কাছে এই প্রশ্ন তুলতে চান প্রদেশ কংগ্রেসের নেতারা৷

Disturbance in Left cong alliance before pll result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 10:05 am
  • Updated:August 9, 2019 2:00 pm  

হারলে যাবতীয় দায়ভার সিপিএমের ঘাড়েই চাপানোর কৌশল নিয়ে ফেলেছে কংগ্রেস৷ বেশি আসনে লড়াই করে কেন সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছনো যাবে না সিপিএমের কাছে এই প্রশ্ন তুলতে চান প্রদেশ কংগ্রেসের নেতারা৷

ফল বেরোবে আগামী বৃহস্পতিবার৷ কিন্তু তার আগে কংগ্রেস শিবিরেও অন্য সুর৷ খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, “কতগুলি আসন পাওয়া যাবে তা বলতে পারছি না৷ আমি গণৎকার নই৷” প্রদেশ কংগ্রেস নেতৃত্বও জোর গলায় দাবি করতে পারছেন না, জেতার জন্য বাম-কংগ্রেসের জোট সংখ্যাগরিষ্ঠতার আসন পাবে কি না৷ এবারের ভোটে প্রথম থেকেই কংগ্রেস-সিপিএমের সম্পর্ক নিয়ে টানাপোড়েন দেখা দেয়৷ ফল বেরোনোর আগেও একই অবস্থা৷ হারলে কী বলা হবে, তার প্রস্তুতিও নিয়ে ফেলেছে প্রদেশ কংগ্রেস৷ বিধান ভবন সূত্রে জানা গিয়েছে, ২৯৪টি আসনের মধ্যে কংগ্রেস লড়াই করেছে ৯২টি আসনে৷ নির্দল বাদ দিয়ে দুশোর কাছাকাছি আসনে লড়াই করেছে সিপিএম ও বামফ্রণ্টের শরিক দলগুলি৷ ফলে বামেদেরই বেশি আসন পাওয়ার উপর নির্ভর করছে সরকার গঠন, এমনই মন্তব্য কংগ্রেস নেতাদের৷ তাঁদের বক্তব্য, যে দল বেশি আসনে লড়াই করে তাদেরই উপর দায়ভার বর্তায়৷

Advertisement

২০১১ সালে তৃণমূলের সঙ্গে জোট করে লড়ে কংগ্রেস জিতেছিল ৪২টি আসন৷ এবার সেই আসন থাকবে বলে আশাবাদী প্রদেশ নেতারা৷ তাঁরা জানিয়েছেন, মুর্শিদাবাদ থেকে কংগ্রেস পাবে ২০টি আসন৷ তারপর মালদা, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের আসনগুলি রয়েছে৷ সেখানে কংগ্রেসের ফল ভাল হবে বলে জানিয়েছেন দলের নেতারা৷ এই অবস্থায় সিপিএম কতটা ফল করতে পারে তার উপরই জোটের ভবিষ্যত্‍ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রদেশ নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement