নন্দন দত্ত সিউড়ি: কলেজ শিক্ষক সংগঠনের জেলা সভাপতি হয়েও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের পদতলে বসে আশীর্বাদ নিয়েছিলেন। আর সেই অভিযোগে কড়া অবস্থান নিল ওয়েবকুপা। সরিয়ে দেওয়া হল বীরভূমের ওয়েবকুপা জেলা সভাপতি মাঙ্গিলাল তাপারিয়াকে। এ প্রসঙ্গে মালদহে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘যে অধ্যাপকের কথা বলছেন, উনি অনেকদিন ধরেই আমাদের ওয়েবকুপার জেলা সভাপতি পদে নেই। তিনি তৃণমূলের অন্য কোনও সংগঠনে আছেন কি না, তা আমার জানা নেই। অধ্যাপক দীনবন্ধু মণ্ডলকে বীরভূম জেলার ওয়েবকুপার নতুন সভাপতি করা হয়েছে।’’ যদিও মন্ত্রীর এই দাবি প্রসঙ্গে মাঙ্গিলাল তাপারিয়া কিছু বলতে চাননি। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আমি শিক্ষা নিয়ে আছি, সেটা নিয়েই থাকতে চাই।’’
বিতর্কের সূত্রপাত গত রবিবার, ১৬ ফেব্রুয়ারি। মাঙ্গিলাল তাপারিয়া সিউড়ি বিদ্যাসাগর কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক। একইসঙ্গে বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার। ২০২০ সালে সিউড়িতে অধ্যাপক হিসাবে কাজে যোগ দেন। তখন থেকেই তিনি জেলা ওয়েবকুপার জেলা সভাপতি হিসাবে কাজ করছেন। গত ১৬ ফেব্রুয়ারি বোলপুরে ভারত সেবাশ্রম সংঘের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক তাপারিয়া। সেখানে মন্দির চত্বরে বেলডাঙার বিতর্কিত কার্তিক মহারাজের কাছে বসে তাঁর আশীর্বাদ নেন তাপারিয়া। এবং সেই ছবি নিজের সোশাল অ্যাকাউন্টে দিয়ে তাপারিয়া সাহেব লেখেন, ‘আজ, ১৬/০২/২৫ বোলপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের বার্ষিক অনুষ্ঠানে পদ্মশ্রী কার্তিক মহারাজের আশীর্বাদ প্রাপ্তি’।
এই ছবি ভাইরাল হতেই হইচই পড়ে যায়। বিশেষ করে বিজেপির মুখপাত্র প্রশ্ন তোলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলাকারী ও সাধুদের সংগঠিত করা নেতার পদতলে বসে কেন আশীর্বাদ নেওয়া হল? গত চার পাঁচদিনে রাজ্য জুড়ে এই ছবি নিয়ে অধ্যাপক সংগঠনের মধ্যে বিতর্ক তৈরি হয়।তাপারিয়া ভারত সেবাশ্রমের শিষ্য হওয়ায় বার্ষিক অনুষ্ঠানে গিয়েছিলেন বলে কেউ কেউ তাঁর সমর্থনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যদিও মাঙ্গিলাল সাহেব জানান, ‘‘আমি রামকৃষ্ণ আশ্রমের দীক্ষিত। ভারত সেবাশ্রমের সঙ্গে তার কোনও আধ্যাত্মিক যোগ নেই।’’
তাতে ঘৃতাহুতি পড়ে। একে কার্তিক মহারাজের সঙ্গে ছবি, তার উপর সেই ছবি সগর্বে সোশাল মিডিয়ায় পোস্ট করা । যদিও ওয়েবকুপার জেলা সম্পাদক তথা তৃণমূল শিক্ষা সেলের জেলা আহ্বায়ক প্রলয় নায়েক বলেন, ‘‘সকালে সিউড়িতে কলেজ করা। দুপুরে বোলপুরে রেজিস্টারের দায়িত্ব পালন করা। খুব চাপ হচ্ছিল ওঁর। উনি তাই পদ থেকে অব্যাহতি চাইছিলেন।’’ গত ১৫ ফেব্রুয়ারি তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওয়েবকুপার পদ থেকে সরিয়ে দেন মাঙ্গিলাল তাপারিয়াকে। তাঁর পরিবর্তে কবি জয়দেব কলেজের অধ্যাপক দীনবন্ধু মণ্ডলের নাম সভাপতি হিসাবে রাজ্যে পাঠান। মন্ত্রী তাঁকেই সভাপতি হিসাবে নাম ঘোষণা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.