সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: রাজ্য পর্যটন মানচিত্রে অত্যন্ত জনপ্রিয় নাম ঝাড়গ্রাম৷ শীতের শুরুতেই জেলার বিভিন্ন প্রান্তে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু, পর্যটকদের একটাই আক্ষেপ, ঝাড়গ্রাম থেকে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে হলে পর্যাপ্ত গাড়ি পাওয়াটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়৷ পর্যটকদের এহেন সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন৷ স্থানীয় যুবকদের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত করে বিকল্প রোজগারের ব্যবস্থারও করেছে স্থানীয় প্রশাসন৷ পর্যটকরা যাতে খুব সহজে গাড়ি ভাড়া নিতে পারেন, তার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে৷
[সীমান্তে ৬৪০ লিটার ভেজাল দুধ উদ্ধার, পুলিশের জালে চক্রের তিন পাণ্ডা]
জানা গিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম ব্লকের প্রায় ৩০ জন যুবককে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ পাশাপাশি তাঁদের মধ্যে বেশির ভাগদের ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয়েছে৷ যাতে তাঁরা খুব সহজেই পর্যটকদের বিভিন্ন জঙ্গল ঘুরিয়ে আনতে পারেন তাঁরা৷ পর্যটকদের সমস্যা মেটাতে সম্প্রতি বৈঠকে বসেন জেলা প্রশাসন ও পর্যটন দপ্তর৷ বৈঠকে পর্যটকদের জন্য পর্যান্ত গাড়ি ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়৷ সেই প্রস্তাব অনুযায়ী শুরু হয় কাজ৷ এই কাজে স্থানীয় যুবকদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া৷
[সিবিআই তদন্তের দাবিতে ফের দাড়িভিট স্কুলের গেটে তালা অভিভাবকদের]
রাজ্যের পালাবদলের পর ঝাড়গ্রাম জেলার পর্যটন শিল্পের বিকাশে একের পর এক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ঝাড়গ্রাম রাজবাড়িকে ঘিরে তৈরি হয়েছে সার্কিট ট্যুরিজম৷ আর এই সার্কিট ট্যুরিজমকে কেন্দ্র করে প্রতি বছর ঝাড়গ্রামে শীতের সময় অসংখ্য পর্যটকের ঢল নামে৷ ঝাড়গ্রাম শহর থেকে জেলার বেলপাহাড়ি, নয়াগ্রাম, জামবনি, গোপীবল্লভপুর-সহ বিভিন্ন ব্লকের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যান পর্যটকেরা৷ অনেক ক্ষেত্রে পর্যটকদের গাড়ি ভাড়া করতে সমস্যায় পড়তে হয়৷ ফলে, অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় পর্যটকদের ভ্রমণের তৃষ্ণা৷ আর এই সমস্যা মেটাতেই মাঠে নামে স্থানীয় প্রশাসন৷ এই বিষয়ে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি বলেন, “আমরা পর্যটন দপ্তরকে প্রস্তাব দিয়েছি, যাতে পর্যটকদের সুবিধার জন্য বেশ কিছু গাড়ি দেওয়া হয়৷ তাতে প্রশিক্ষণ নেওয়া যুবকরা ওই গাড়িগুলি চালিয়ে অর্থ উপার্জন করতে পারবেন৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.