Advertisement
Advertisement

রেললাইনে ফাটল, শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল

আপ লাইনে ফাটল দেখে স্টেশন মাস্টারকে খবর দেন স্থানীয়রাই।

Crack in Railway truck disrupts service in Sealdah south section
Published by: Shammi Ara Huda
  • Posted:November 4, 2018 11:02 am
  • Updated:November 4, 2018 11:54 am  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সাতসকালেই রেললাইনে ফাটলের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর রেলস্টেশনের অদূরে। মূলত লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেনই এই লাইন থেকে যাতায়াত করে। রবিবার সকালে মথুরাপুরের বাসিন্দারাই প্রথম বিষয়টি দেখতে পান। কাজে যাওয়ার সময় আপ লাইন লাগোয়া রাস্তায় যাতায়াত করছিলেন বাসিন্দারা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দেখতে পান আপলাইনেই ফিশপ্লেটের মধ্যে বড়সড় ফাঁক। সঙ্গেসঙ্গেই মথুরাপুর স্টেশন মাস্টারের কাছে খবর পাঠানো হয়। সংশ্লিষ্ট রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শিয়ালদহ থেকে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই মুহূর্তে ফাটল সারাইয়ের কাজ চলছে। এদিকে আপ লাইন বন্ধ থাকায় ডাউন লাইন থেকেই চলছে শিয়ালদহগামী ও লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন। ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের তেমন চাপ না থাকলেও সমস্যা হচ্ছে। ট্রেনের গতি অনেক শ্লথ হয়ে গিয়েছে। রবিবার দিনটিকে যাঁরা জরুরি কাজের জন্য বেছেছিলেন, তাঁরা পথে বেরিয়ে বিপাকে পড়েছেন।

Advertisement

[বীরভূমের নানুরে রাতভর চলল গুলি, আশঙ্কাজনক ৫]

তবে যাইহোক ফাটলের মেরামতি শুরু হতেই অনেকে স্বস্তির শ্বাস ফেলেছেন। শুধু তাই-ই নয়, বড়সড় দুর্ঘটনাও এড়ানো গিয়েছে। সংশ্লিষ্ট আপ লাইন থেকে কিছুক্ষণের মধ্যেই শিয়ালদহগামী ট্রেন যাওয়ার কথা ছিল। স্থানীয়রা ফাটল দেখে সতর্ক না করলে ওই লাইনেই এসে পড়ত ট্রেন। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ফাটলের জেরে ট্রেন লাইনচ্যুত হলে প্রাণহানির সম্ভাবনা ছিল। এতবড় দুর্ঘটনা এড়াতে পেরে স্থানীয়দের সচেতনতাকেই সাধুবাদ জানাচ্ছেন রেলকর্মীরা। রেলের তরফে জানানো হয়েছে, কাজ সম্পূর্ণ হলেই ফের শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

[ছুটি নেওয়ায় আধিকারিকদের বিদ্রুপ, অভিমানে আত্মঘাতী ট্রেনচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement