Advertisement
Advertisement
বিজেপি থেকে তৃণমূল

৪ দিনেই মোহভঙ্গ, গেরুয়া ছেড়ে ‘ঘর ওয়াপসি’ পুরুলিয়ার তৃণমূল সদস্যদের

ভুল বুঝেই ফিরেছেন, স্বীকারোক্তি শ্রমিক সংগঠনের সদস্যদের৷

Disillusioned by BJP, labor union members rejoin TMC at Purulia
Published by: Sucheta Sengupta
  • Posted:June 20, 2019 12:45 pm
  • Updated:June 1, 2023 3:41 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: চার দিনেই মোহভঙ্গ! একসময়ে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ছত্রছায়ায় থাকা পুরুলিয়া জেলা বাস ওয়ার্কস ইউনিয়নের সদস্যদের ঘর ওয়াপসি হল মাত্র ৪ দিনেই৷ গেরুয়া শিবির ছেড়ে ফিরে এলেন তৃণমূলে৷ বদলে যাওয়া গেরুয়া ফিকে হয়ে ফের সবুজের আভা৷

[আরও পড়ুন: আলো দেখাচ্ছেন আলোরানি, তাঁর উদ্যোগে বারাসতে বিজেপি থেকে তৃণমূলে ১৩০০ কর্মী]

গত শনিবার এই ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার কর্মী একযোগে বিজেপিকে সমর্থন করে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিয়েছিলেন। বুধবার আবার শহর পুরুলিয়ার বাস স্ট্যান্ড তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যালয় মাতঙ্গিনী ভবনে গিয়ে তাঁরা তৃণমূলের পতাকা ধরলেন। এদিন ওই কার্যালয়ে তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভুল বুঝতে পেরে আবার ওই বিপুল সংখ্যক কর্মী ঘরে ফিরলেন। এঁদের সমস্যাগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি।’ ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল ট্রেড ইউনিয়নের সম্পাদক ফিরোজ খান, ‘আমার নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলের ফিরে এলাম৷ গেরুয়া শিবিরে আমরা মোট সাড়ে তিন হাজার জন গিয়েছিলাম৷ আবার সবাই মিলে ফিরে এলাম৷’

Advertisement

শিবির বদল করেও চারদিনের মাথাতে আবার সদলবলে নিজেদের ঘরে ফিরে আসায় এই শ্রমিক নেতা,কর্মীদের নিয়ে এখন জেলা রাজনৈতিক মহলে চলছে বিস্তর গুঞ্জন। গত শনিবার তাঁরা বিজেপিকে সমর্থন করে সংগঠনের কলকাতা অফিসে গিয়ে যোগদান করেন। সেখানে ওই শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব তাঁদের হাতে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পতাকা তুলে দিয়ে স্বাগত জানিয়েছিলেন৷ সেসময় তাঁরা জানিয়েছিলেন, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতাদের অহমিকার কারণেই তাঁরা গেরুয়া শিবিরে পা বাড়িয়েছিলেন।

[আরও পড়ুন:মদের নেশায় বেসামাল, মাকেই ধর্ষণ যুবকের!]

পুরুলিয়া জেলা বাস ওয়ার্কস ইউনিয়নের মোট সদস্য প্রায় ৫০০০৷ তার মধ্যে পুরুলিয়া বাস স্ট্যান্ডকে ঘিরে থাকা কর্মীর সংখ্যাই ১২০০র কাছাকাছি৷ যার অধিকাংশজনই গেরুয়া শিবিরে চলে গিয়েছিলেন৷ বিজেপি সমর্থক ওই শ্রমিক সংগঠনের জেলা সভাপতি কাজলকৃষ্ণ সিনহা বলেন, ‘কীভাবে কী মোহভঙ্গ হয়েছে জানি না। ওই শ্রমিক নেতা–কর্মীরা নিজেরাই আমাদের সংগঠনে এসেছিলেন।’ তবে সূত্রের খবর, এই সংগঠনটির তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অনুমোদন নেই। তৃণমূলের ছত্রছায়ায় তাঁরা কাজ করছিলেন মাত্র৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement