Advertisement
Advertisement
করোনার নির্দেশিকা

করোনা আতঙ্কে ভুগছেন দেশবাসী, সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের

সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সতর্ক করতে নির্দেশিকা জারি।

Directorate of School education, West Bengal issue notice on Corona
Published by: Paramita Paul
  • Posted:March 4, 2020 5:02 pm
  • Updated:March 4, 2020 5:03 pm  

দীপঙ্কর মণ্ডল: করোনা আতঙ্কে ত্রস্ত দেশবাসী। সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি করছে কেন্দ্র সরকার। এবার পড়ুয়াদের সতর্ক করতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক। দিন কয়েক আগেই এই নির্দেশিকা রাজ্যগুলিকে পাঠানো হয়েছিল। বুধবার সেই নির্দেশিকা রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাল শিক্ষা দফতর। ওই নির্দেশিকায় করোনার সংক্রমণ রোধের উপায়ের কথা বলা হয়েছে।

জারি হওয়া নির্দেশিকায় কয়েক দফা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে,
বারবার হাত ধোয়া।
দুজন ব্যক্তির কথা বলার সময় কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাথা।
করমর্দন-চুম্বন এড়িয়ে চলা।
জ্বর-সর্দি-কাশি হলে গণপরিবহণে না চড়া।
জ্বর-সর্দি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া।
হাঁচি-কাশির সময় মুখ, নাক ঢেকে রাখা।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও সাংবাদিক বৈঠকে একই পরামর্শ দিয়েছেন। সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে এ পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। যাতে গুজব এড়িয়ে পড়ুয়ারা আসল খবর জানতে পারে। একইসঙ্গে তাঁরা তাঁদের পরিবার-পরিজনদেরও সতর্ক করতে পারে। 

Advertisement

[আরও পড়ুন : CAA বিরোধী মিছিলে হাঁটায় দেশ ছাড়ার নির্দেশ, হাই কোর্টের দ্বারস্থ যাদবপুরের পোলিশ ছাত্র]

করোনা আক্রান্ত ত্রস্ত গোটা বিশ্ব। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। ভারতেও এবার থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যে করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। তাঁদের মধ্যে ১৫ জন ইতালিয় পর্যটক বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই পর্যটকদলের বাকিদের ITBP-র ক্যাম্পে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে সংক্রমণ রুখতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র সরকার। দেশজুড়ে ইতিমধ্যে ৩৩টি করোনা পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরির করার নির্দেশ দেওয়া দিয়েছে সরকার। তবে সংক্রমণ এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

[আরও পড়ুন : করোনা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর, জেলায় জেলায় পাঠানো হল নির্দেশিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement