Advertisement
Advertisement
Dilip Ghosh

সভামঞ্চ থেকে হিন্দুদের অস্ত্র মজুতের বার্তা দিলীপের? তুঙ্গে রাজনৈতিক তরজা

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে হিন্দুত্বরে জিগির তুলতে চাইছে বিজেপি?

Dilip Ghosh's comments from the stage sparked political debate
Published by: Subhankar Patra
  • Posted:April 17, 2025 5:46 pm
  • Updated:April 17, 2025 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের সরাসরি অস্ত্র কেনার নিদান প্রাক্তন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের! সভামঞ্চ থেকে তাঁর মন্তব্য, “হিন্দুরা বাড়িতে নতুন নতুন আসবাব কিনছে, কিন্তু বাড়িতে একটাও হাতিয়ার নেই!” এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিলীপকে বিঁধছে তৃণমূল।

একটি সভামঞ্চ থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ এমন মন্তব্য করেছেন। তাঁর এহেন দাওয়াইয়ের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপির এই ‘রগরগে’ নেতা দিলীপবাবু সরাসরি হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন? লোকসভা নির্বাচনে হারের পর বেশ কয়েক মাস দেখা যায়নি দিলীপকে। তবে ফের সক্রিয় তিনি। সভা থেকে তিনি বলেন, “হিন্দুরা বাড়িতে বাড়িতে টিভি, ফ্রিজ কিনছে। নতুন নতুন আসবাব আনছে। কিন্তু বাড়িতে একটা হাতিয়ার নেই! কিছু হলে খালি পুলিশ পুলিশ। তাদের বয়েই গিয়েছে তোমাদের বাঁচাতে। ভগবানও রক্ষা করবে না।”

Advertisement

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। বিরোধীদের দাবি, সেই কারণেই হিন্দুত্বের জিগির তুলতে চাইছে বিজেপি। মেরুকরণের রাজনীতি করে নিজেদের পালে হাওয়া টানার মরিয়া চেষ্টা করছে। তৃণমূলের বিধায়ক ফিরহাদ হাকিম অভিযোগ করছিলেন, “ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ তুলেছে গেরুয়া শিবিরের দিকেই। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য অমিত শাহের দিকেও আঙুল তুলেছিলেন তিনি। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন,”ভারতবর্ষ অহিংসার দেশ। গান্ধীজি অহিংসার পথে চলেছেন। কিন্তু গডসে গান্ধীজিকে খুন করেছে। সেই গডসের কথা বলে বিজেপি। একজন রাজনৈতিক নেতা এই রকম মন্তব্য কী করে করতে পারে? পুলিশ-প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement