Advertisement
Advertisement

Breaking News

বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব

‘তৃণমূলের কর্মচারীরা বিজেপিতে এসে কর্মকর্তা’, নাম না করে অর্জুন সিংকে বার্তা দিলীপের

আরও প্রকাশ্যে দিলীপ-অর্জুন দ্বন্দ্ব।

Dilip Ghosh takes a dig at Arjun Sing on complain not to get respect in BJP
Published by: Sucheta Sengupta
  • Posted:July 30, 2020 1:41 pm
  • Updated:August 9, 2021 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে একুশের লড়াই। তার আগে ঘুটি সাজাতে তৎপর গেরুয়া শিবির। কিন্তু যুদ্ধের প্রস্তুতির মাঝেই বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব যেন আরও প্রকট হয়ে উঠছে। যথাযোগ্য সম্মান, দলের কাজে স্বাধীনতা না পাওয়া নিয়ে দিল্লির বৈঠকে নালিশ করেছেন ঘাসফুল শিবিরের প্রাক্তন নেতা, বর্তমানের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Sing)। এই কথা কানে যাওয়ামাত্র বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ”কে বলেছেন যে যোগ্য সম্মান পাচ্ছেন না? যদি কেউ একথা বলে থাকেন, তাহলে বলতে হয় যে তৃণমূলের সামান্য কর্মী ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই কার্যকর্তা হয়েছেন। ভবিষ্যতেও যাঁরা বিজেপিতে যোগ দেবেন, তাঁরাও সম্মান পাবেন।” এরপরই তিনি তথ্য দেন যে অর্জুন সিংকে উত্তর কলকাতার পর্যবেক্ষক এবং রাজ্যের সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে। তাঁর এই মন্তব্য থেকেই ফের স্পষ্ট পুরনো এবং নব্যের সংঘাত কিছুতেই মিটছে না।

বিজেপির একাংশের দাবি, দলের অনেক নেতাই বহুদিন ধরে ক্ষুব্ধ, তবে তা প্রকাশ্যে আসেনি। তবে সোমবার দিল্লির বৈঠকে সেই ক্ষোভের বহিপ্রকাশই ঘটিয়ে ফেলেছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ওই দিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাড়িতে মধ্যাহ্নভোজ নিয়ে রাজনৈতিক শিবিরে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের বেশিরভাগের আগমনই মুকুল রায়ের (Mukul Roy) হাত ধরে। যে মুকুল রায় একদা রাজ্যের শাসকদলের অত্যন্ত নির্ভরযোগ্য সেনাপতি ছিলেন। সৌমিত্র খান, নিশীথ প্রামাণিক, অর্জুন সিংরা ছিলেন সেই সারিতে। তবে উল্লেখযোগ্যভাবে সেদিন বাবুল সুপ্রিয়র বাড়ির মধ্যাহ্ণভোজে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বা তাঁর ঘনিষ্ঠদের অনুপস্থিতি অন্যরকম গুরুত্ব তৈরি করেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

Advertisement

[আরও পড়ুন: সাগরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

অন্যদিকে, দিল্লি থেকে রবিবার আচমকাই কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়। সেখানে বিজেপির প্রতি তাঁর পূর্ণ আস্থার কথা জানিয়েছেন। অন্দরের খবর, এধরনের বিবৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুকুল রায়কে। কলকাতায় তাঁর দৈনন্দিন গতিবিধিতেও কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছে বলেও কেউ কেউ মনে করছেন। সবমিলিয়ে, বিজেপির অন্দরে যে একটা বেশ সমস্যা হচ্ছে নেতাদের নিয়ে, তা মোটের উপর স্পষ্ট। বিশেষত দিলীপ ঘোষ আর মুকুল রায় শিবিরের। এই অবস্থায় অর্জুন সিংয়ের উদ্দেশে রাজ্য সভাপতির ‘যোগ্য সম্মান’ সংক্রান্ত মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

[আরও পড়ুন: ছ’বছরের মেয়েকে লাগাতার ‘ধর্ষণ’, পুলিশের জালে বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement