Advertisement
Advertisement
Dilip Ghosh

ভোটপ্রচারে বাড়ছে গরম! দিলীপ দিলেন ঠান্ডা থাকার ‘দাওয়াই’

গরমে হাতপাখাও বিলি করলেন দিলীপ।

Dilip Ghosh shares tips to beat the heat during Lok Sabha election
Published by: Paramita Paul
  • Posted:April 21, 2024 12:47 pm
  • Updated:April 21, 2024 3:14 pm  

অর্ক দে, বর্ধমান: গরমাগরম সংলাপ, নিত্যনতুন দাওয়াই-ই তাঁর ইউএসপি। সেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখেই এবার গরমে ঠান্ডা থাকার ‘টিপস’। তীব্র গরমে কীভাবে সুস্থ থাকবেন প্রার্থী কিংবা ভোট প্রচারের দায়িত্বে থাকা নেতা-কর্মীরা, রবিবার সকালে সেই উপায় বাতলে দিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। একইসঙ্গে বিলি করলেন হাত পাখাও। সঙ্গে তাঁর টিপ্পনী, তৃণমূলের হাওয়া তো গরম, লু-য়ের মতো। আর বিজেপির হাওয়া ঠান্ডা, পদ্মফুলের গন্ধময়।

ভোটের বাংলা চড়চড়িয়ে বাড়ছে গরম। বাধা পড়ছে ভোটপ্রচারে। অসুস্থ হচ্ছেন প্রার্থী থেকে দলীয় কর্মীরা। চরম গরমেও ‘ফিট’ দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো এদিন সকালেও বেরিয়ে পড়েছিলেন জনসংযোগে। রাজনৈতিক কর্মীদের নিয়ে জনসংযোগের সময় ফিট থাকার ‘টিপস’ দিলেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, “বয়স্ক যারা, যাদের সুগার-হাই প্রেসারের রোগী, অনেক রোগ রয়েছে তাঁদের নিয়ে চিন্তা। বাকি সুস্থ যারা, একটু সাবধানে চললে ভয় নেই।” সঙ্গে তাঁর পরামর্শ, প্রচারে বের হওয়ার সময় সুতির গামছা রাখুন, তাতে ঘাম শুষে নেবে। সুতির পোশাক পরুন।

Advertisement

[আরও পড়ুন: তীব্র দাবদাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, মিলবে স্বস্তি?]

দাবদাহেও সুস্থ থাকতে ঠান্ডা জল ও মরশুমি ফল খাওয়ার কথা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। দিলীপের মতে, অন্য কিছু না মিশিয়ে জল শুধু খাওয়াই ভালো। ঠান্ডা জল খাওয়ার দরকার নেই। সঙ্গে খেতে হবে তরমুজ, বেলের শরবত, নুন জল, লেবু জল। কাঁচা আম পুড়িয়ে শরবত খাওয়ার ‘উপদেশ’ও দিলেন দাপুটে বিজেপি নেতা। ‘ডায়েট চার্ট’ নিয়ে দিলীপ উবাচ, “গরমে বেশি খাওয়ার দরকার নেই। মাছ-ডিম-মাংস রিচ খাবার কম খাওয়া ভালো। ছাতুর শরবত খান। সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না।”

শুধু টিপস দিলেন না, গরমে হাতপাখাও বিলি করলেন দিলীপ। বললেন,”আমার মনে হয়েছে, মানুষকে যদি হাতপাখা দিই, কাজে লাগবে। তৃণমূলের লু নয়, বিজেপির মিষ্টি হাওয়া। তৃণমূলের তো গরম হওয়া, আমাদের একদম ঠান্ডা, মিষ্টি, পদ্ম ফুলের গন্ধের হাওয়া।”

[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement