সম্যখ খান, মেদিনীপুর : মাস পেরলেই সম্ভবত লোকসভা (2024 Lok Sabha Election) ভোট শুরু হয়ে যাবে। সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেশের সঙ্গে বাংলার ২০টি আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত দামামা বাজিয়ে দিয়েছে বিজেপি (BJP) নেতৃত্ব। বিজেপি প্রার্থী তালিকায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর। কাঁথি(kanthi)লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন তিনি। এই নিয়ে রাজ্য বিজেপির অন্দরেই ‘পরিবারতন্ত্র’-এর অভিযোগে শোরগোল শুরু হয়েছে।তবে সে কথা মানতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ( Dilip Ghosh)।মেদিনীপুরে এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, যাঁরা দলকে আসন এনে দিতে পারবেন, দল তাঁদেরকেই টিকিট দেবে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন প্রার্থী ঘোষণা করল তার ঘোষণার করার মাত্র ২৪ ঘন্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)বাংলায় এসে বিরোধীদের প্রতি পরিবারতন্ত্রের অভিযোগ তুলে গিয়েছেন। তার পরে বাংলার প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকাীরর ভাই সৌমেন্দেুর (Soumendu Adhikari) নাম ঘোষণায় হতবাক দলের নিচুতলার কর্মীরাই। তবে রবিবার নিজের সংসদীয় এলাকায় পরিবারতন্ত্রের অভিযোগ উড়িয়ে দিলেন মেদিনীপুরের সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওঁরা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। মানুষ তাঁদের চায়। যাঁরা জেতাতে পারবে দল তাদেরই টিকিট দেবে”।
অন্যদিকে সারা দেশের সঙ্গে রাজ্যের ২০টি লোকসভা আসনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করলেও তালিকায় নাম নেই মেদিনীপুরের।যা নিয়ে খানিকটা দুশ্চিন্তাও দেখা দিয়েছে দিলীপ অনুগামীদের মধ্যে। এমনকি প্রধানমন্ত্রীর দুদিনের বাংলা সফরে কলকাতা কিংবা সভাস্থলে বা তার ধারেকাছেও ছিলেন না দিলীপবাবু। থেকেছেন নিজের কেন্দ্রেই।পাশাপাশি দলে দিলীপের বিরোধী বলে পরিচিত অভিনেকা হিরণ ঘাটালে টিকিট পেলেও তার নাম না থাকায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন সর্মথকরা। আবার দিলীপবাবুকে মেদিনীপুর থেকে সরানো নিয়ে দলের অন্দরেই একটি গোষ্ঠী সক্রিয় বলে শোনা যায়। সেই জল্পনা এখনও অব্যাহত।
দিলীপ ঘোষের সংসদীয় এলাকায় ভিন্ন ভিন্ন নাম বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও দিলীপবাবু মেদিনীপুর ছাড়তে নারাজ বলেই তার ঘনিষ্ঠমহলে জানিয়েছেন। খোদ দিলীপবাবু অবশ্য কয়েকটি কেন্দ্রে আগাম প্রার্থী ঘোষণা সম্পর্কে জানিয়েছেন, গত বিধানসভা থেকেই এই ট্রেণ্ড চালু হয়েছে। যেসব কেন্দ্রগুলিতে বেশী জোর দেওয়ার প্রয়োজন আছে সেখানে প্রার্থী ঘোষণা করে কাজ শুরু করে দেওয়া হচ্ছে। যাতে কোনও বিভ্রান্তি না থাকে। এতে অতীতেও সাফল্য এসেছে। তবে তিনি প্রার্থী হচ্ছেন কিনা তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। শুধু বলেছেন, দল তাঁকে নিজ এলাকায় বেশী করে কাজ করার কথা বলেছে। সেই কথাই পালন করছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.