ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। হাতে আর মাত্র ১ মাস। আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরুই মনোনয়ন পেশ। তার আগেই স্বমেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ। বললেন, “প্রথমে মনোনয়ন দিতে না দিলে হিসেব আছে।”
কলকাতায় থাকুন বা জেলা, প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। শুক্রবারও তাঁর অন্যথা হয়নি। এদিন মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ খুললেন পঞ্চায়েত ভোট নিয়ে। বুঝিয়ে দিলেন, মনোনয়নে কম সময় নিয়ে বিজেপির কোনও সমস্যা নেই, তাঁরা প্রস্তুত। এদিন দিলীপ ঘোষ বলেন, “প্রথম মনোনয়ন আমরাই জমা দেব। কেউ আটকাতে এলে তাঁর হিসেব আছে।” অর্থাৎ প্রছন্ন হুঁশিয়ারিও দিলেন তিনি। যা নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে দিলীপ ঘোষকে। এদিকে শুক্রবার সকাল থেকেই জেলায় শুরু হয়েছে মনোনয়ন পেশ। জোরকদমে চলছে দেওয়াল লিখনও।
প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। ফলপ্রকাশ ১১ জুলাই। বৃহস্পতিবারই সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটে নিরাপত্তার দায়িত্বে যে রাজ্য পুলিশেই আস্থা রাখতে চলেছে কমিশন, মিলেছে সে ইঙ্গিতও। সেটাতেই মূল আপত্তি বিরোধীদের। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করার দাবি জানিয়ে আসছে বিরোধীরা। সেই দাবিতেই এবার আদালতে গিয়েছেন অধীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.