টিটুন মল্লিক, বাঁকুড়া: বর্ধমান-দু্র্গাপুর আসনে ভোট হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এবার অন্যদের হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। এরই মাঝে অন্য মেজাজে ধরা দিলেন। সাতসকালে বাঁকুড়ায় ছিপ দিয়ে মাছ ধরলেন তিনি। কথায় বুঝিয়ে দিলেন, রেজাল্ট নিয়ে একশো শতাংশ নিশ্চিত। নন্দীগ্রামে বিজেপি কর্মী ‘খুন’ নিয়েও মুখ খুললেন দিলীপ।
দেশজুড়ে চলছে লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। আগামী শনিবার ষষ্ঠ দফার নির্বাচন। ওই দিন বাঁকুড়ায় ভোট। ফলত আজ অর্থাৎ বৃহ্স্পতিবার শেষ প্রচার। এদিন বাঁকুড়ায় প্রচারে দেখা গেল দিলীপ ঘোষকে। তবে তার আগে এদিন বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুর পাড়ে দেখা গেল তাঁকে। হাতে বড়শি। ছিপ ফেলে একটি মাছও ধরলেন তিনি। এর পরই দিলীপ বলেন, “মীন দর্শন করেই দিনটা শুরু করলাম। বাকি ধরা তো ইতিমধ্যে হয়েই গিয়েছে!” বোঝাতে চাইলেন, জয় নিশ্চিত। দিলীপের কথায়, “বিজেপি জিতে গিয়েছে, ৪ তারিখ শুধুমাত্র আসন গোনার কাজ বাকি।”
প্রসঙ্গত, বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির মহিলা কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জখম আরও সাতজন। ওই প্রসঙ্গে দিলীপের অভিযোগ, “ভোট যত এগোচ্ছে, ততই তৃণমূল বুঝছে যে ওরা হারছে। এটা বুঝতে পেরেই ওরা হামলা করছে। কমিশনকে বলব, আরও তৎপর হত। পাড়ায় পাড়ায় রুটমার্চ শুরু করতে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.