ফাইল চিত্র।
স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: “ভারত এখন চিন, আমেরিকাকে ধাক্কা দিচ্ছে। কাজেই বাংলাদেশের কথা কেউ জানে না। কেউ যদি নেড়ি কুকুরের মতো চিৎকার করে, তাকে পাত্তা দিতে নেই। যারা আমাদের এঁটো, উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তাদের গুরুত্ব দিয়ে লাভ নেই।” দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে শিলিগুড়ি গিয়ে বাংলাদেশে চলা হিন্দু নির্যাতন প্রসঙ্গে এভাবেই তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার সকাল থেকে দিলীপবাবু শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা ঘোরেন। কিন্তু দলীয় সদস্য সংগ্রহ অভিযানে সেভাবে সাড়া পাননি। তিনি ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখেন। আজ, রবিবার কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান রয়েছে। মূলত ওই অনুষ্ঠানে যোগ দিতেই এসেছেন দিলীপবাবু।
এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের নির্মলজোত এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দেন। সেখানে গিয়েই তিনি বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা, অসুবিধার খোঁজ নেন।
এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি যেখানেই যাই সেখানকার সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলি। জলপাইগুড়িতেও একই কাজ করেছি। শিলিগুড়িতে এসেও মহানন্দা নদী সংলগ্ন ফাঁসিদেওয়ার এই সীমান্ত কর্মীদের খোঁজখবর নিলাম। এখানে এক জায়গায় ঘেরা দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে খানিকটা সমস্যা তৈরি হয়। আমাদের চেষ্টা থাকে সাধারণ মানুষের সঙ্গে সমস্যার কথা বলে সেগুলির সমাধান করা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.