Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

Dilip Ghosh: ‘রবি ঠাকুরের নাম থাকলে ভালোই হতো’, বিশ্বভারতীর ফলকযুদ্ধে মন্তব্য দিলীপের

রবি ঠাকুরের নামবিহীন ফলকে নাম রয়েছে প্রধানমন্ত্রী ও উপাচার্যের।

Dilip Ghosh demands to add Rabindranath Tagore's name in Viswa Bharati plaque | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 7, 2023 12:24 pm
  • Updated:November 7, 2023 1:17 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিশ্বভারতীর ‘রবিহীন’ ফলক নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফলক নিয়ে বিজেপির কিছু করার নেই বলে সাফ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি। তবে ফলকে রবি ঠাকুরের নাম থাকলে ভালো হতো, বলেই মত তাঁর।

বিশ্বভারতী সাফ জানিয়ে দিয়েছে, মোদি ও উপাচার্যের নাম সম্বলিত এবং রবি ঠাকুরের নামবিহীন বিতর্কিত ফলক সরছে না। এ নিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, “এ বিষয় তো আমাদের কিছু করার নেই। এটা কেউ একা ঠিক করেন না। একটা কমিটি সিদ্ধান্ত নিচ্ছে। আমরাও বলেছি, রবি ঠাকুরের নাম থাকলে ভালো হতো।” উল্লেখ্য, এর আগে নামফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফেরাতে বিশ্বভারতীর উপাচার্যের কাছে আবেদন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পথে হেঁটে একই আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে নিজের অবস্থানে এখনও অনড় বিশ্বভারতী।

Advertisement

[আরও পড়ুন: ভারচুয়াল নয়, সশরীরেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী]

বিশ্ব হেরিটেজের ফলক বিতর্ক এখন তুঙ্গে। তৃণমূল টানা ১১ দিন অবস্থান চালিয়ে যাচ্ছে। প্রতিবাদে সরব প্রাক্তনী,পড়ুয়া,আশ্রমিক ও বোলপুর-শান্তিনিকেতনের বাসিন্দারা। অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও হয়েছে প্রতিবাদ। এবার সমালোচনার জবাব দিতে ময়দানে নেমেছে বিশ্বভারতী। ফলক বসানোর যৌক্তিকতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্বভারতী। সেখানে নিজেদের অবস্থানের স্বপক্ষে জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতি প্রকাশ করেন।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ড: তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement