অর্ক দে, বর্ধমান: পাকিস্তানের পতাকা পোড়ানোর প্রতিবাদে সরব দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানে দলীয় কর্মীদের নিয়ে ‘ চায়ে পে চর্চা ‘ কর্মসূচি থেকে এবিষয়ে মুখ খোলেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এহেন মন্তব্যে গেরুয়া শিবিরের অন্দরে গোষ্ঠীকোন্দলের গন্ধ পাচ্ছেন অনেকে। কারণ দিন কয়েক আগে বিধানসভার গেটে পড়শি দেশের পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, এদিন নাম না করে শুভেন্দুরই সমালোচনা করলেন দিলীপ।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ‘টার্গেট কিলিং’য়ে প্রতিবাদে সরব আসমুদ্রহিমাচল। হামলার নেপথ্য পাকিস্তানের কারসাজি বুঝতে বাকি নেই কারও। ফলে ক্ষোভের আঁচ গিয়ে পড়ছে শাহবাজ শরিফের দেশের উপর। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে কোথাও কোথাও পাকিস্তানি পতাকা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এদিন সেই আচরণের সমালোচনা করলেন দিলীপ।
এদিন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে বর্ধমানের কর্মসূচিতে যোগ দিতে আসেন। সেখানেই দিলীপ বলেন, “অনেক জায়গাতে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনও দেশের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানাতে বিশ্বাসী নই। প্রতিবাদ জানানোর অনেক মাধ্যম রয়েছে। এখানে কোনও দেশের সরকার ভুল করলে সেই দেশের পতাকা পোড়ানো উচিত নয়।”
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের গুলির ঘটনায় তোলপাড় গোটা দেশ। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বঙ্গ বিজেপি! হিন্দুদের উপর এই অত্যাচার নিয়ে ফুঁসে উঠেছেন শুভেন্দু অধিকারী। কাশ্মীরে মৃত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে তিনি কথা দিয়েছিলেন, এর বিচার হবেই। মৃতের ছেলের দায়িত্ব নিয়েছেন। তার পরের দিনই বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন বিরোধী দলনেতা। অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে বলেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন। ২৬ এর বদলে ২৬০টা মুণ্ড চাই।” এদিন দলীয় সহকর্মীর এই আচরণের নিন্দা করলেন সংঘের একনিষ্ঠ কর্মী দিলীপ ঘোষ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.