Advertisement
Advertisement

Breaking News

দিলীপ

দিলীপ ঘোষের কনভয়ে ফের হামলা, উত্তেজনা খেজুরিতে

অসমের উপ-মুখ্যমন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালাল দুষ্কৃতীরা৷

Dilip Ghosh convoy allegedly attacked in Khejuri by TMC goons
Published by: Tanujit Das
  • Posted:May 7, 2019 9:00 pm
  • Updated:May 7, 2019 9:10 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং অসমের উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপর আক্রমণ৷ খেজুরিতে তাঁদের গাড়িতে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী৷ শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব গেরুয়া শিবির৷প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে৷ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পালটা হামলার অভিযোগে সরব তৃণমূল৷

[ আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পাণ্ডুয়া, আক্রান্ত সিপিএমের দুই এজেন্ট]

Advertisement

জানা গিয়েছে, মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এদিন তেখালি থেকে একটি মিছিল বের হয়৷ অভিযোগ, তেঁতুল তলায় সেই মিছিলের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ভাঙা হয় দিলীপ ঘোষ ও হিমন্ত বিশ্বশর্মার গাড়ি৷ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কোনওক্রমে রক্ষা পান বিজেপির দুই শীর্ষ নেতা৷ এরপর রাস্তা অবরোধ করেন মিছিলে উপস্থিত বিজেপি সমর্থকরা৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির৷ তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মানস রায় জানান, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী অস্ত্র নিয়ে হামলা করেছে৷ পুলিশের সামনেই হামলা হয়েছে৷ কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল৷

[ আরও পড়ুন: স্কুলে টানা ছুটি, মিড ডে মিলের চাল নষ্ট হওয়ার আশঙ্কা শিক্ষকদের ]

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে প্রথমে হামলা চালানোর অভিযোগ এনেছেন খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল৷ তিনি জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়িতে প্রথমে ভাঙচুর করে বিজেপি সমর্থকরা৷ এলাকার পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তাঁরা৷ এরপর বিজেপির মিছিলকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা৷ এবং তাঁরাই বিজেপি নেতাদের গাড়িতে ভাঙচুর করেছে৷ তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই৷ কেবল দিলীপ ঘোষের কনভয়েই নয়, এদিন ওই এলাকায় বিজেপির আরও একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে৷ সূত্রের খবর, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তর সমর্থনে বের হওয়া একটি মিছিলে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী৷ এক্ষেত্রেও অভিযোগের তির তৃণমূলের দিকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement