Advertisement
Advertisement

Breaking News

বাংলায় প্রধানমন্ত্রীর প্রার্থী হওয়ার জল্পনায় জল ঢাললেন দিলীপ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেরও কড়া জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি৷

Dilip Ghosh comments on PM's candidate ship from West Bengal
Published by: Tanujit Das
  • Posted:April 20, 2019 4:59 pm
  • Updated:April 20, 2019 4:59 pm  

সম্যক খান, মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি এবার বাংলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? বুনিয়াদপুরের জনসভা থেকে এই জল্পনাই উসকে দেন বিজেপি নেতা মুকুল রায়৷ নিজে প্রধানমন্ত্রীকে বাংলা থেকে লড়াইয়ের অনুরোধ করেন তিনি৷ যদিও তেমনটা হবে কিনা সেটা পুরোটাই ভবিষ্যৎ বলবে৷ কিন্তু মুকুলের অনুরোধের পরেই এই জল্পনায় জল ঢেলে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ স্পষ্ট ভাষায় জানালেন, ‘‘আমার এরকম কিছু জানা নেই৷ আমি শুধু জানি উনি (প্রধানমন্ত্রী) এরাজ্যে ১৫টি জনসভা করবেন৷’’

[ আরও পড়ুন: সেলফির নেশায় বুঁদ, নদীতে তলিয়ে গেলেন যুবক ]

Advertisement

শনিবার নিজের মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান, ‘‘আমরা আগেও বলেছিলাম কোনও একজন শীর্ষ নেতা যদি এরাজ্য থেকে লড়াই করে তা আমাদের পক্ষে ভাল হবে৷ এরাজ্যে বিজেপির পক্ষে যে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এতে সেই পরিস্থিতি আরও ভাল হত৷’’ এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে, সেই বিষয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ৷ ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিযোগ করেছেন, খড়গপুরে রেলের কোয়ার্টার ব্যবহার করছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী৷ নির্বাচনী বিধি ভেঙেছেন তিনি৷ এবং এই বিষয়ে নির্বাচন কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগেরও উত্তর দেন রাজ্য বিজেপি সভাপতি৷৷ জানান, ‘‘আমার বন্ধুর কোয়ার্টারে আমি থাকছি৷ কার কি বলার আছে৷ যাঁরা হেরে যায় তাঁরা শুধু কমপ্লেন করে৷ আগে আমরা দুর্বল ছিলাম তাই শুধু কমপ্লেন করতাম৷ এখন ওরা দুর্বল হয়েছে তাই কমপ্লেন করছে৷’’

[ আরও পড়ুন: নির্বাচন পরবর্তী অশান্তি অব্যাহতই চোপড়ায়, রাজনৈতিক সংঘর্ষে আহত ২ ]

ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে জেরা করতে চেয়ে আবারও নোটিস দিয়েছে রাজ্য পুলিশ৷ সেই বিষয়েও সরকারের সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি৷ জানান, রাজনৈতিক ভাবে লড়াইয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে, এই ভাবে লড়াই করছে রাজ্য সরকার৷ মানুষ তাঁদের উত্তর দেবে৷ তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে বহু অত্যাচারের পরেও মানুষ বিজেপির পাশে দাঁড়িয়েছে৷ এবারও তাই হবে৷ শাসকদলকে উৎখাত করবে বাংলার মানুষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement