Advertisement
Advertisement
Dilip Ghosh

রাজ্য পুলিশকে ‘হিজড়া’র সঙ্গে তুলনা! অশালীন মন্তব্যের জেরে ফের বিতর্কে দিলীপ ঘোষ

মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বহিষ্কারের দাবি জানিয়েছেন সৌগত রায়।

Dilip Ghosh attacks bengal police on sunday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 7, 2020 8:33 am
  • Updated:December 7, 2020 8:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেফাঁস মন্তব্যের জন্য বরাবরই বিতর্কে জড়ান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবারও তার অন্যথা হল না। উত্তরকন্যা অভিযানের আগের দিন মেদিনীপুরে দাঁড়িয়ে পুলিশকে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেছেন তিনি। পালটা দিয়েছেন সৌগত রায়।

রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও জয়প্রকাশ মজুমদার। সেখান থেকে চাঁচাছোলা ভাষায় পুলিশ ও তৃণমূল কর্মীদের আক্রমণ করেন তিনি। যদিও এদিন মূলত তাঁর নিশানায় ছিল পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মীরা বিজেপির নেতা-কর্মীদের উপর হামলা করছেন। একাধিকবার আমার গাড়িও ভেঙেছে। কিন্তু পুলিশ কিছুই করছে না। বাংলার এই হিজড়া পুলিশ দিয়ে কিছু হবে না।” এরপরই সাংসদ দলের নেতা-কর্মীদের শিখিয়ে দেন পুলিশকে সায়েস্তা করার উপায়! বলেন, যদি পুলিশ রেড করতে আসে, তাহলে তাঁকে ধরে গাছে বেঁধে রাখবেন। সকালে গ্রামবাসীরা বিচার করবে!

Advertisement

[আরও পড়ুন: রাস্তাজুড়ে লাল নিশান, ৯ বছর পর নায়কের মতো নিজের গড়ে ফিরলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ]

পুলিশকে নিশানা করে দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাংসদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্য বিজেপির সভাপতিকে ‘অসভ্য’ লোক বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁকে রাজনৈতিক ক্ষেত্র থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সৌগত বলেন, ” উনি অর্ধশিক্ষিত, বাংলা জানেন না।”

[আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৫ লক্ষ, তবে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হারে সামান্য স্বস্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement