সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেফাঁস মন্তব্যের জন্য বরাবরই বিতর্কে জড়ান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবারও তার অন্যথা হল না। উত্তরকন্যা অভিযানের আগের দিন মেদিনীপুরে দাঁড়িয়ে পুলিশকে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেছেন তিনি। পালটা দিয়েছেন সৌগত রায়।
রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও জয়প্রকাশ মজুমদার। সেখান থেকে চাঁচাছোলা ভাষায় পুলিশ ও তৃণমূল কর্মীদের আক্রমণ করেন তিনি। যদিও এদিন মূলত তাঁর নিশানায় ছিল পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মীরা বিজেপির নেতা-কর্মীদের উপর হামলা করছেন। একাধিকবার আমার গাড়িও ভেঙেছে। কিন্তু পুলিশ কিছুই করছে না। বাংলার এই হিজড়া পুলিশ দিয়ে কিছু হবে না।” এরপরই সাংসদ দলের নেতা-কর্মীদের শিখিয়ে দেন পুলিশকে সায়েস্তা করার উপায়! বলেন, যদি পুলিশ রেড করতে আসে, তাহলে তাঁকে ধরে গাছে বেঁধে রাখবেন। সকালে গ্রামবাসীরা বিচার করবে!
পুলিশকে নিশানা করে দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাংসদের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাজ্য বিজেপির সভাপতিকে ‘অসভ্য’ লোক বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁকে রাজনৈতিক ক্ষেত্র থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সৌগত বলেন, ” উনি অর্ধশিক্ষিত, বাংলা জানেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.