Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

নির্বাচনী উত্তাপে রাম নবমীতে অস্ত্র মিছিলের ইঙ্গিত দিলীপ ঘোষের

প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ করলেন রাজ্য বিজেপি সভাপতি৷

Dilip Ghosh announces arms procession on Ram Navami
Published by: Tanujit Das
  • Posted:April 12, 2019 5:34 pm
  • Updated:April 23, 2019 6:07 pm  

রূপায়ন গঙ্গোপাধ্যায়: ‘পরম্পরাগত ভাবে এবারও রাম নবমীতে মিছিল হবে’৷ অস্ত্র মিছিলের ইঙ্গিত দিয়ে এমনই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের দিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন খড়গপুরের বিধায়ক তথা লোকসভা নির্বাচনে মেদিনীপুরের বিজেপি প্রার্থী৷ জানালেন, ধর্মপালনে কাউকে বাধা দেওয়ার অধিকার প্রশাসনের নেই৷ আটকালে তার ফল ভুগতে হবে প্রশাসনকে

[ আরও পড়ুন:  বিপুল অঙ্কের নগদ-সহ শহরে ধৃত ১, বড় চক্রের সঙ্গে যুক্ত থাকার অনুমান ]

Advertisement

এদিন রাজ্য বিজেপি সভাপতি এদিন বলেন, ‘‘রাম নবমীতে পরম্পরাগত ভাবে প্রত্যেকবারই খড়গপুর ও মেদিনীপুরে দুটি প্রাচীন আখড়া বের হয়৷ যাতে আমি অংশগ্রহণ করি৷ এবারও করব৷ এবং এবারও পরম্পরাগত ভাবেই মিছিল হবে৷’’ খড়গপুরের সাংসদের এই মন্তব্যই নির্বাচনের আবহে নতুন করে বিতর্ক তৈরি করেছে৷ আশঙ্কা তৈরি করেছে ভোটের মরশুমেই রাম নবমীকে কেন্দ্র করে আবারও উত্তপ্র হতে পারে রাজ্য রাজনীতি৷ এবং সেই আশঙ্কাতেই রাজ্য বিজেপি সভাপতির কড়া মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্যে অশান্তি তৈরি করার জন্যই দিলীপ ঘোষ এমন মন্তব্য করেছে৷ রাজ্যের সুষ্ঠু পরিবেশ নষ্ট করাই গেরুয়া শিবিরের একমাত্র উদ্দেশ্য বলে সমালোচনা করেন শিক্ষামন্ত্রী৷

[ আরও পড়ুন: পাভলভে রোগীকে পিটিয়ে ‘খুন’, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ]

রাম নবমীকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই উত্তপ্ত হতে দেখা গিয়েছে রাজ্য রাজনীতি৷ প্রশাসনের নিষেধকে উপেক্ষা করে এই উৎসব উপলক্ষে রাজ্যের একাধিক স্থানে অস্ত্র হাতে মিছইল করতে দেখা দিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের৷ খোদ অস্ত্র হাতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে৷ যা নিয়ে তুমুল বিতর্ক বেঁধেছে রাজ্যে৷ রাম নবমীর আগেই রাজ্য বিজেপি সভাপতি যে ভাষায় প্রশাসনের উদ্দেশে অস্ত্র হাতে মিছিলের হুঁশিয়ারি দিলেন, নির্বাচনের মরশুমে তাতে উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement