Advertisement
Advertisement
জগন্নাথ

‘মুসলিম তোষণে কাজ হচ্ছে না, তাই হিন্দু তোষণ করছেন মমতা’, কটাক্ষ দিলীপের

দিঘায় সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরির বিরোধিতা বিজেপি রাজ্য সভাপতির।

Dilip Ghosh alleges Mamata of appeasing Hindus in West Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:August 26, 2019 3:46 pm
  • Updated:August 26, 2019 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু, এবার দিলীপ ঘোষ যে অভিযোগ করলেন তা এক্কেবারে নতুন। বিজেপি রাজ্য সভাপতির দাবি, মুসলিম তোষণ করে আর কাজ হচ্ছে না। আর সেটা বুঝতে পেরে এবার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের তোষণ করা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় জগন্নাথ মন্দির তৈরির প্রসঙ্গে একথা বলেন রাজ্য বিজেপির সভাপতি।

[আরও পড়ুন: অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয় পুরসভায়, বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ নবান্নের]

গত সপ্তাহে দিঘা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে মন্দির তৈরি করা হবে। মন্দির তৈরির যাবতীয় পরিকল্পনা এবং খুঁটিনাটি সবটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন দপ্তরের তরফে মন্দির তৈরির জন্য অর্থ বরাদ্দ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, তাঁর উদ্দেশ্য দিঘাকে ধর্মীয় পর্যটনস্থল হিসেবে তুলে ধরা। কিন্তু, মমতার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সরকারি টাকায় মন্দির হবে, এটা কাম্য নয়।”

Advertisement

[আরও পড়ুন: বনগাঁ মামলার নিষ্পত্তি, ১২ দিনের মধ্যে পুরসভায় আস্থা ভোটের নির্দেশ হাই কোর্টের]

মমতার পর রবিবার পূর্ব মেদিনীপুরে যান দিলীপ ঘোষও। সেখানে গিয়ে জগন্নাথ মন্দির প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “সরকারের উদ্যোগে মন্দির হওয়া মোটেই উচিত নয়। আসলে হিন্দুদের জন্য কাজ করাটা মুখ্যমন্ত্রী দায় হয়ে গিয়েছে। মুসলিম তোষণ করতে করতে ভোট ব্যাংক সরে গিয়েছে। তাই হিন্দু তোষণ করতে চাইছেন উনি।’’ দিলীপের কটাক্ষ, মন্দির তৈরি না করে দিঘার কোথায় গাঁজার ঠেক বসছে, কোথায় মদের ঠেক বসছে সেগুলি দেখলে মানুষের বেশি উপকার হবে। মেদিনীপুরের সাংসদের কথায়, সরকারের টাকায় মন্দির হওয়া আমাদের সংস্কৃতি নয়, মন্দিরের জন্য জায়গা বেছে দেওয়া, নিরাপত্তা দেওয়া এগুলো সরকারের কাজ। কিন্তু, মন্দির কোথায়, কীভাবে হবে তা মানুষের উপরই ছেড়ে দেওয়া উচিত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement