Advertisement
Advertisement

Breaking News

পর্যটকদের সুরক্ষায় দিঘাজুড়ে বসছে সিসিটিভি

শিল্পশহর হলদিয়া বা বাণিজ্য শহর মেচেদার পর এবার সৈকত শহর দিঘায় আসা পর্যটকদের নিরাপত্তায় বসানো হচ্ছে ক্লোজসার্কিট টিভি ক্যামেরা৷ সৈকত শহর নিউ দিঘা ও ওল্ড দিঘার প্রায় ৭০টি গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও সমুদ্রের পাড়ে এই ক্যামেরা বসানোর প্রস্তুতি শুরু হয়েছে৷

 Digha will be protected by CCTV cameras
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 4:22 pm
  • Updated:June 6, 2016 4:22 pm  

রঞ্জন মহাপাত্র: শিল্পশহর হলদিয়া বা বাণিজ্য শহর মেচেদার পর এবার সৈকত শহর দিঘায় আসা পর্যটকদের নিরাপত্তায় বসানো হচ্ছে ক্লোজসার্কিট টিভি ক্যামেরা৷ সৈকত শহর নিউ দিঘা ও ওল্ড দিঘার প্রায় ৭০টি গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও সমুদ্রের পাড়ে এই ক্যামেরা বসানোর প্রস্তুতি শুরু হয়েছে৷ প্রাথমিকভাবে দিঘার পর জেলার অন্য পর্যটন কেন্দ্র মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরেও এই ক্যামেরা বসানো হবে৷ ইতিমধ্যে কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় দিঘার জন্যে ৭০টি সিসিটিভি ক্যামেরা বসাতে প্রায় দুই কোটি টাকার একটি প্রকল্প রিপোর্ট জেলা পুলিশের দফতরে জমা দিয়েছেন৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, পর্যটকদের নিরাপত্তার জন্যে দিঘায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে জায়গাও শনাক্ত করা হয়েছে৷ টাকা পেলেই কাজ শুরু হয়ে যাবে৷ ওই ক্যামেরাগুলি পর্যটকদের সমুদ্রস্নানে নজরদারি চালানোর পাশাপাশি বসানো হবে রাজ্য সড়ক এবং দিঘার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে৷ যার মধ্যে রয়েছে দিঘার প্রবেশদ্বার, হাসপাতাল, পুরনো দিঘার স্নানঘাট, শিবালয় রোড, নিউ দিঘার পিকনিক স্পট, পার্কিং জোন, ক্ষণিকা ঘাট, ওড়িশা সীমানা লাগোয়া সড়ক ইত্যাদি৷ নিউ দিঘা গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস জানান, দিঘায় পর্যটকের ছদ্মবেশে দুষ্কৃতীরা এসে আত্মগোপন করে৷ পাশাপাশি নাবালিকা অপহরণ, পার্কিং জোন থেকে গাড়ি চুরির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে৷ পুলিশের দাবি, সিসিটিভির ক্যামেরা বসানোহলে দুষ্কৃতীদের অবাধ বিচরণ অনেকটাই কমবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub