Advertisement
Advertisement
দিঘা

টানা বৃষ্টিতে দিঘায় জলোচ্ছ্বাস, পর্যটকদের সমুদ্র স্নানে জারি নিষেধাজ্ঞা

হোটেল বন্দি হয়ে পড়েছেন পর্যটকরা।

Digha: Tourists are asked not to go the beach as it's rainning heavily
Published by: Sulaya Singha
  • Posted:October 25, 2019 8:16 pm
  • Updated:October 25, 2019 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনি-রবিবার ছুটি। সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আবার ভাইফোঁটা। ফলে সপ্তাহান্তে অনেকেই একটা দু-চারদিনের ছোট ট্যুরের পরিকল্পনা করে ফেলেছেন। আর কাছে-পিঠে ঘুরতে যাওয়া মানেই বাঙালি মনে সবার প্রথমে যে নামটি আসে, তা নিঃসন্দেহে দিঘা। কিন্তু দিঘা যাওয়ার প্ল্যান করে থাকলে আপনার জন্য দুঃসংবাদ। কারণ লাগাতার বৃষ্টির জন্য পর্যটকদের সমুদ্র স্নানে জারি হয়েছে নিষেঘাজ্ঞা।

নিম্নচাপের জেরে গত বুধবার থেকে পূর্ব মেদিনীপুরে চলছে বৃষ্টি। প্রতিদিনই হালকা এবং ভারী বৃষ্টিতে ভিজছে গোটা জেলা। ফলে যাঁরা ইতিমধ্যেই দিঘা ঘুরতে গিয়েছেন, তাঁরা হোটেল বন্দি হয়ে পড়েছেন। দিঘার গাড়োয়াল টপকে জল আছড়ে পড়েছে রাস্তায়। যার জেরে ব্যাহত যান চলাচল। জলোচ্ছ্বাস দেখতে হোটেল থেকে বেরিয়ে অনেকেই সমুদ্রের ধারে চলে যাচ্ছেন। যা বিপদজনক হতে পারে। আর সেই কারণেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। ফলে এবারের মতো সমুদ্র স্নানের আশা আর পূরণ হচ্ছে না পর্যটকদের।

Advertisement

[আরও পড়ুন: জট অব্যাহত রামজীবনপুর পুরসভায়, অনিয়ম নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব বাড়ছে]

মৎস্যজীবিদেরও সমুদ্রে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দিঘার প্রতিটি সুমদ্র সৈকতে চলছে পুলিশি মাইকিং। প্রত্যেককেই বৃষ্টির মধ্যে সমুদ্রের কাছাকাছি যেতে বারণ করা হচ্ছে। টানা বৃষ্টির জেরে দিঘার রাস্তায় রিক্সা এবং টোটো চলাচলও একপ্রকার বন্ধ। অনেক দোকানপাটও খুলছে না। ঘুরতে যাওয়ার আনন্দে অনেকটাই ভাটা পড়েছে।

কালীপুজোর আগে উপকূলবর্তী জেলা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই আশঙ্কাকেই সত্যি করে কলকাতা-সহ একাধিক জেলায় গত দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই। আর পুজোর উৎসবে ভাটা ফেলেছে এই বৃষ্টিই। এবার ঘুরতে গিয়েও সমস্যায় পড়লেন পর্যটকরা। অনেকেই নির্ধারিত সময়ের আগে ফিরে আসতে চাইছেন দিঘা থেকে। সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন আবহবিদরা।  

[আরও পড়ুন: গারুলিয়া পুরসভাও হাতছাড়া বিজেপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্দখল তৃণমূলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement