Advertisement
Advertisement

Breaking News

প্রতিবন্ধী ভোটকর্মী

পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোট পরিচালনার দায়িত্বে প্রতিবন্ধীরাও

অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের।

Differently able people to conduct Poll in West Midnapore
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 28, 2019 3:13 pm
  • Updated:March 28, 2019 3:13 pm  

সম্যক খান, মেদিনীপুর: ওঁরা সকলেই শারীরিক প্রতিবন্ধী। কিছু না কিছু প্রতিবন্ধকতা আছে ওঁদের সকলেরই। ওঁরা সকলেই সরকারি কর্মচারী। কিন্তু প্রতিবন্ধী বলে কোনও কিছুতেই পিছিয়ে থাকতে রাজি নন তাঁরা। এবারের ভোটেও তাঁদের দেখা যাবে মুখ্য ভূমিকায়। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার, এক একটি বুথে সব দায়িত্বই সামলাবেন প্রতিবন্ধী ভোটকর্মীরা। এবারের লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের সাতটি বুথে ভোট পরিচালনার দায়িত্বে থাকছেন প্রতিবন্ধী ভোটকর্মীরা। ভোটের প্রতি প্রতিবন্ধীদের আগ্রহ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক পি মোহন গান্ধী জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে মেদিনীপুর ও খড়গপুর পুরসভার মোট সাতটি বুথকে প্রতিবন্ধী কর্মী পরিচালিত বুথ করা হচ্ছে। প্রতিবন্ধী ভোটকর্মীদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থার পাশাপাশি ওই সাতটি বুথকেও মডেল বুথ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত নজরদারিতে রাখা হবে। সবরকম সুযোগসুবিধা থাকবে প্রতিবন্ধী ভোটকর্মীদের জন্য।

[ আরও পড়ুন: জানেন, কোন লোকসভা কেন্দ্রে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সবচেয়ে বেশি?]

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, এবারের নির্বাচনে ১৫টি প্রতিবন্ধী পরিচালিত বুথ করার কথা প্রথমে ভাবা হয়েছিল। কিন্তু প্রথম দফাতেই অতটা ঝুঁকি নেওয়া ঠিক হবে না মনে করেই বুথের সংখ্যা কমিয়ে ৭ করা হয়েছে। প্রতিবন্ধী ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়াতে এবার অনেক বেশী উদ্যোগী নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, প্রতিবন্ধী ভোটদাতারা বরাবরই ভোটদানে সেভাবে উৎসাহ দেখান না। ভোটবিমুখ সেই প্রতিবন্ধী ভোটারদের উৎসাহ দিতেই এবার প্রথম থেকে নানা উদ্যোগ নিয়েছে কমিশন। ভোটার তালিকায় প্রতিবন্ধী ভোটারদের নাম নথিভুক্ত করতে এবার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মীরা। প্রতিবন্ধী ভোটদাতাদের ভোটদানের জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে জেলা ও বিধানসভা কেন্দ্রওয়াড়ি কমিটি করারও নির্দেশ দিয়েছে কমিশ। জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, প্রতিবন্ধীদের মূলস্রোতে আনার জন্য এবং মনোবল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধীরা সাধারণ মানুষের মতো কেবলমাত্র যে ভোট দিতে পারেন তা নয়, প্রয়োজনে তারা পুরোপুরি একটি বুথের দায়িত্ব নিয়ে ভোট পরিচালনাও করতে পারেন। ভবিষ্যতে এই উদাহরণও তুলে ধরা হবে। 

[ আরও পড়ুন: ভোট বড় বালাই! ভাঙা হাত নিয়ে প্রচারে মৃগাঙ্ক মাহাতো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement