Advertisement
Advertisement
Mamata Banerjee

আজ থেকেই ‘দিদির সুরক্ষাকবচ’ নিয়ে জনতার দুয়ারে দূতেরা, জনসংযোগে নামবেন মমতাও

বাংলার ১০০ শতাংশ মানুষের কাছে রাজ্যের ১৫টি প্রকল্প পৌঁছে দিতে নেত্রীর অভিনব প্রয়াস।

Didir doot will be visit many area of bengal from today | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 11, 2023 9:03 am
  • Updated:January 11, 2023 9:03 am

স্টাফ রিপোর্টার: আজ, বুধবার থেকেই ‘দিদির সুরক্ষাকবচ’ নিয়ে রাজ্যের বিভিন্ন ব্লকের বাড়ি বাড়ি যাওয়া শুরু করছেন তৃণমূল কংগ্রেসের তরফে ‘দিদির দূত’রা। মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলার ৪৪টি ব্লকে কোনও নেতা-নেত্রী যাচ্ছেন তা দলের তরফে আগাম জানিয়ে দেওয়া হয়েছে। অবশ‌্য এদিন ‘দিদির সুরক্ষাকবচ’ নিয়ে প্রচারে দলের নেতা-মন্ত্রীরা জানিয়েছেন, নিজের কেন্দ্র ভবানীপুরেও বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা নিয়ে জনতার মতামত জানবেন স্বয়ং স্থানীয় বিধায়ক তথা মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee)।

ভবানীপুরে তৃণমূলের সুরক্ষাকবচ কর্মসূচিতে দলের রাজ‌্য সভাপতি সুব্রত বক্সিও জানিয়েছেন, ‘‘দলীয় নির্দেশ মেনে সাংসদ-বিধায়করা বিভিন্ন ব্লকে আগামী ৬০ দিনের মধ্যে পৌঁছবেন। ২ কোটি পরিবারের কাছে দলের সাড়ে তিন কোটি কর্মীরা পৌঁছে দলমত নির্বিশেষে সরকারি পরিষেবা পাওয়া নিয়ে অভিজ্ঞতা জেনে দলকেই ‘ফিডব‌্যাক’ দেবেন।’’ ভবানীপুরের লেডিস পার্কে এদিন তৃণমূলের ‘সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি, মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায় ছাড়াও বিধানসভা কেন্দ্রের কাউন্সিলররা।

Advertisement

[আরও পড়ুন: গঙ্গাসাগরের ভিড় সামলাতে অতিরিক্ত ১২ ট্রেন, যাত্রী সুরক্ষায় রেলপথে এই প্রথম কেন্দ্রীয় বাহিনী

ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় কবে ‘দিদির দূত’ হয়ে বাড়ি বাড়ি যাবেন? জবাবে দেবাশিস কুমার বলেন, ‘‘নজরুল মঞ্চে যে দিন নেত্রী এই কর্মসূচির ঘোষণা করেছিলেন, সে দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজেও এই কর্মসূচিতে অংশ নেবেন। তাই এমন প্রশ্ন উঠছে কেন?’’ নেত্রীর ব‌্যস্ততা ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজের সময়-সুযোগ বুঝে এই কর্মসূচিতে অংশ নেবেন। বাকি কর্মসূচির জন্য তো আমরা রয়েইছি।’’ দেবাশিসের পাশে বসা মেয়র ফিরহাদও বলেন, ‘‘দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে ‘দিদির দূত’ বলেও একটি অংশ রয়েছে। সেই ‘দূত’ হচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী কর্মসূচি যেমন পালন করার করবেন। বাকি ক্ষেত্রে আমরা তাঁর দূত হিসাবে মানুষের কাছে পৌঁছনোর জন‌্য দলীয় কর্মসূচি পালন করব।’’ সাংসদ মালা রায় দাবি করেন, ‘‘দেশের কোনও রাজনৈতিক দল এর আগে এমন কোনও কর্মসূচি নেয়নি যা সেই রাজ্যের সমস্ত মানুষকে ছুঁয়ে যাবে। বাংলার ১০০ শতাংশ মানুষের কাছে মুখ‌্যমন্ত্রীর ১৫টি প্রকল্প পৌঁছে দিতে এটা নেত্রীর অভিনব প্রয়াস।’’

এদিন সন্ধ‌্যায় বন্দর বিধানসভা কেন্দ্রে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম ও জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। খড়দহের পাতুলিয়ায় একই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিধায়ক ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আজ মুর্শিদাবাদ জেলায় ১০টি, নদিয়ায় ৫, হাওড়ার ৮ জায়গায়, হুগলির ৯ জায়গায়, পূর্ব মেদিনীপুরের ৭ জায়গায়, পূর্ব বর্ধমানের ৫ জায়গায় ‘সুরক্ষা কবচ’ নিয়ে জনতার দুয়ারে যাবেন দূতরা। তালিকায় রয়েছেন ২৩ জন বিধায়ক, ৩ জন সাংসদ, ৯ জেলা তৃণমূল সভাপতি ও ৭ জেলার চেয়ারম্যান। স্পেশাল ক্যাটাগরিতে থাকবেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ ৩ জন। জেলা পরিষদের সভাধিপতি ৫ জন। ১ জন জেলা মহিলা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement