Advertisement
Advertisement
Rachana Banerjee

‘রচনাদিই জিতুন’, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা ‘দিদি NO 1’ প্রতিযোগী চপ বিক্রেতা উমার

রচনার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী 'উমাদি'র স্বামীও।

Didi no 1 participant prays for Rachana Banerjee's victory in polls

'দিদি NO 1' প্রতিযোগী চপ বিক্রেতা উমা রায়। নিজস্ব ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 15, 2024 8:07 pm
  • Updated:March 15, 2024 8:20 pm  

সুমন করাতি, হুগলি: ‘দিদি NO 1’ গেম শো-তে অংশ নিয়েছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে জীবন সংগ্রামের কঠিন লড়াইয়ের গল্প শুনিয়েছিলেন। তার পর থেকেই বেড়েছে জনপ্রিয়তা। এলাকার মানুষের কাছে পরিচিতি পেয়েছেন চপ বিক্রেতা উমা রায়। লোকসভা নির্বাচনে হুগলি থেকে রচনা প্রার্থী হওয়ায় আপ্লুত ব্যবসায়ী। তারকা প্রার্থীর জয়ের জন্য জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন উমা রায়। “রচনা বন্দ্যোপাধ্যায় জিতবেনই”, আত্মবিশ্বাসী উমার স্বামী বিশ্বজিৎও।

শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরের প্রবেশ পথেই ‘উমাদি’র চপের দোকান। যে দোকান ‘দিদি NO 1’ চপের দোকান নামে পরিচিত এলাকায়। দোকানে গেলেই দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উমার ছবি।

Advertisement

Rachana Banerjee

জগন্নাথ দেবের মন্দিরের বাইরে তাঁর চপের দোকানে খেতে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়ে গিয়েছেন উমার হাতের বানানোর চপ। ‘উমাদি’র হাতের চপ চেখে দেখেছেন রচনাও। লোকসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই খুশি উমা।

[আরও পড়ুন: বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ অর্জুনের, গেরুয়া শিবিরে দিব্যেন্দু অধিকারীও]

উমাদেবী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। আর হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা। তাই তারকা প্রার্থীকে ভোট নিজে দিতে পারবেন না উমা। তবে জয়ের জন্য জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে চলেছেন। অবশ্য উমা আত্মবিশ্বাসী রচনা জিতবেনই।

Uma
চপ বিক্রেতা উমা রায়

চপ বিক্রেতার স্বামী বিশ্বজিৎ রায় জানান, “রচনা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র আলাদা তাই শ্রীরামপুরে প্রচারে আসবেন না। একটু দুঃখ রয়েছে। তবে রচনাদিই জিতবেন ভোটে। হুগলি জেলার দিদি নম্বর ওয়ান হবেন রচনাদিই।”
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: কীভাবে কপালে চোট মুখ্যমন্ত্রীর? ‘ধাক্কা রহস্যে’র ব্যাখ্যা দিল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement