Advertisement
Advertisement
Dhupguri LIVE UPDATE

ধূপগুড়িতে সবুজ ঝড়, প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল

৭ বছর পর ধূপগুড়ি হাতছাড়া বিজেপির।

Dhupguri election LIVE UPDATE: TMC wins assembly by election in Dhupguri | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 8, 2023 8:59 am
  • Updated:September 9, 2023 9:28 am

প্রকাশিত ধূপগুড়ি উপনির্বাচনের ফল। ৭ বছর পর বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। প্রায় ৫ হাজার ভোটে জয়ী শাসকদল। জয়ের পর কী প্রতিক্রিয়া ঘাসফুল শিবিরের? কী বলছেন বিরোধীরা?  জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইনে।   

বিকেল ৪.২৯: ধূপগুড়িতে হার সত্ত্বেও দলের কর্মী, কার্যকর্তা ও দলের সমর্থকদের ধন্যবাদ জানালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। 

Advertisement

 

বিকেল ৩.৪৫: দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে ধূপগুড়ির ভোটের ফল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ঐতিহাসিক রায়। বাংলার মাটি বাংলার জলের জয়।”

দুপুর ০২.২৮: ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টুইটে লেখেন, “হিংসার বিরুদ্ধে উন্নয়নের জয়ের জন্য ধন্যবাদ। মানুষের সঙ্গে সংযোগ রাখার জন্য তৃণমূল কর্মীদের ধন্যবাদ। ধূপগুড়ির সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য কোনও কিছু বাদ রাখিনি।”


দুপুর ০২. ১৮:
ধূপগুড়িতে সবুজ ঝড়। প্রায় সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল। সকাল থেকে জোর টেক্কা দিয়েও শেষবেলায় ধূপগুড়ি হাতছাড়া বিজেপির।  

দুপুর ০২.১০: সপ্তম রাউন্ডের শেষেও এগিয়ে তৃণমূল। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবধান।

দুপুর ০১. ১০: ষষ্ঠ রাউন্ড শেষে বাড়ল ব্যবধান। বিজেপি প্রার্থীকে প্রায় চার হাজার ভোটে পিছনে ফেললেন তৃণমূল প্রার্থী। জয়ের আনন্দে তৃণমূলের একাংশ। 

তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

বেলা ১২.৩৫: পঞ্চম রাউন্ড শেষেও এগিয়ে তৃণমূল। নির্মলচন্দ্র রায়ের প্রাপ্ত ভোট ৫০,৪৪১। বিজেপি পেয়েছে ৪৯,৪৭৯ ভোট।সিপিএম ও কংগ্রেস জোট প্রার্থী পেয়েছে ৫৫৯০ ভোট।

বেলা ১২.০৫: চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯,১৬০। বিজেপি পেয়েছেন ৩৮,৮০৬। সিপিএম ও কংগ্রেস জোট প্রার্থী পেয়েছেন ৪০৭৬ ভোট।

সকাল ১১.৪৪: তৃণমূলের জয় নিশ্চিত বলেই দাবি করলেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। 

সকাল ১১.১৭: তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল। ১১১৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

সকাল ১০. ৫৪: এখনও পর্যন্ত বিজেপির প্রাপ্ত ভোট ১৮, ১৬৫। তৃণমূল পেয়েছে ১৭, ১৪৭। বামেদের ঝুলিতে ২০৭৯ ভোট।  

সকাল ১০.৪৫: বানারহাট চা বলয়ে দুই রাউন্ড মিলিয়ে ২৫৮১ ভোটে এগিয়ে বিজেপি।

সকাল ১০.৩০: দ্বিতীয় রাউন্ডের গণনাতেও এগিয়ে বিজেপি। ১২০০ ভোটে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে এগিয়ে বিজেপির তাপসী রায়।

সকাল ১০.১০: চা বাগানের ভোটে পিছিয়ে তৃণমূল।শহর ও গ্রামের ভোটই এখন ভরসা শাসকদলের।প্রথম রাউন্ডের গণনার পর হতাশ হলেও ধাক্কা কাটিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী উপনির্বাচনের দায়িত্বে থাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

সকাল ৯.৫০: ধূপগুড়িতে বিজেপির জয় নিয়ে নিশ্চিত বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। চা বাগানের ভোটে পিছিয়ে তৃণমূল।শহর ও গ্রামের ভোটই এখন ভরসা শাসকদলের।প্রথম রাউন্ডের গণনার পর হতাশ হলেও ধাক্কা কাটিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী উপনির্বাচনের দায়িত্বে থাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

সকাল ৯.৩৫: বানারহাট চা বাগান এলাকায় প্রথম রাউন্ড গননার শেষে এগিয়ে বিজেপি। প্রায় দু’হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। পোস্টাল ব্যালটেও এগিয়ে বিজেপি। 

সকাল ৯.২৫: সকাল থেকে গণনা কেন্দ্রে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

সকাল ৯.০১: গণনা কেন্দ্রে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু। 

সকাল ৮.৪০: পোস্টাল ব্যালটে প্রথম দিকে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। গণনা কেন্দ্রের বাইরে উৎকন্ঠায় বিজেপি এবং সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দু’জনেই।

সকাল ৮.৩০: নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। ২৮ টি টেবিলে মোট ১০ রাউন্ড গণনা হবে। গণনার দায়িত্বে প্রায় ১০০ কর্মী। 

সকাল ৮.০০: শুরু হল ভোট গণনা। কেমন ফল হবে তৃণমূলের? আদৌ গড় ধরে রাখতে পারবে বিজেপি? উত্তরের অপেক্ষায় ধূপগুড়ির বাসিন্দারা। তবে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল-বিজেপি উভয় দলই।    

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement