শান্তনু কর, জলপাইগুড়ি: উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগেই দলবদল করে আলোচনার শীর্ষে উঠে এসেছিলেন। আর ভোটের দিন বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপিতে (BJP) যোগদানকারী ধূপগুড়ির নেত্রী মিতালি রায়। মঙ্গলবার বেলার দিকে তিনি ধূপগুড়ির ১৫/২০৩ নং বুথে ভোট দেন। সেখান থেকে বেরিয়ে অভিযোগ করেন, মানুষ যখন বিজেপিকে ভোট দেওয়া মনস্থ করে ইভিএমে (EVM) বোতাম টিপতে যাচ্ছেন, তখনই আলো বন্ধ হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের টর্চ জ্বালিয়ে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি।
সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ধূপগুড়িতে (Dhupguri)। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন (By Election) হচ্ছে। সকাল সকালই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রার্থীরা। ভোট দিয়েছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, সস্ত্রীক তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ও বিজেপি প্রার্থী তাপসী রায়। এরপর সদ্য তৃণমূল থেকে বিজেপিতে পা রাখা দলবদলকারী মিতালি রায় ভোট দিতে যান। নির্বিঘ্নে ভোটও দেন। কিন্তু বেরিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তোলেন।
মিতালি রায়ের স্পষ্ট অভিযোগ, ”মানুষ যখন সিদ্ধান্ত নিচ্ছে যে ইভিএম-এ পদ্মফুলকে ভোট দেবেন, ইভিএমে বোতাম টিপতে গেলেই আলো নিভে যাচ্ছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রিসাইডিং অফিসারকে বলা সত্ত্বেও লাভ হয়নি। ওরা আসলে বুঝে গিয়েছে, বিজেপিকে ভোট দিতে, নরেন্দ্র মোদিকে ভোট দিতে মানুষ আগ্রহী। তাই এভাবে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু জেনে রাখুন, ধূপগুড়িতে ওরা জিতবে না। জিতবে তাপসী রায়ই। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাব। আর বাকি ভোটারদের বলেছি, ভিতরে টর্চ নিয়ে যান। ইভিএমের বোতাম টেপার সময় টর্চের আলো জ্বেলে নিন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.