Advertisement
Advertisement
Dhupguri By-election

ধূপগুড়ি উপনির্বাচন: মনোনয়নেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধর প্রাক্তন সহ-সভাপতিকে

অভিযোগ বর্তমান জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে।

Dhupguri By-election: BJP leader in Dhupguri beaten by party workers ahead of by election |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 17, 2023 8:15 pm
  • Updated:August 17, 2023 8:15 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি:  উপনির্বাচনে মনোনয়ন দিতে যাওয়ার পথে মিছিলেও বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। রাস্তায় প্রাক্তন জেলা সহ-সভাপতিকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বর্তমান বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী ও যুব মোর্চার সভাপতি পলেন ঘোষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। প্রবল অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সকলেই।

তবে ঘটনায় জেলা সভাপতি বাপি গোস্বামীকে বিঁধতে ছাড়াননি বিজেপির প্রাক্তন জলপাইগুড়ি জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তী। ধূপগুড়ি উপনির্বাচনের আগে প্রকাশ্য রাস্তার উপর এই দ্বন্দ্ব ভোটে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা অনেকের। বিতর্কে জড়াতে না চেয়ে ঘটনাকে দুই নেতার ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গিয়েছেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।

Advertisement

[আরও পড়ুন: ১২ মাস ইএমআই দিতে হবে না ঋণগ্রহীতাদের, মণিপুরকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা SBI-এর]

২০২১ সালে পুলওয়ামা জঙ্গি হামলায় (Pulwama Terror Attack) নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে ধূপগুড়ি উপনির্বাচনে (Dhupguri By-election) প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। বৃহস্পতিবার প্রার্থীকে নিয়ে বিজেপির জলপাইগুড়ি ডিবিসি রোড জেলা কার্যালয় থেকে রীতিমতো ঢাক বাজিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে বের হন বিজেপির নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়-সহ দলের জেলা কমিটির নেতারা। মিছিল জেলা অফিস থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই ছন্দপতন। প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য এগিয়ে যেতেই প্রার্থীর পাশে থাকা জেলা সভাপতি বাপি গোস্বামী প্রথমে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর লাথি মারতে থাকেন। পাশে থাকা যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ ও তাঁকে লাথি মারে বলে অভিযোগ। রাস্তার মধ্যেই পড়ে থাকেন অলোক চক্রবর্তী। মিছিল এগিয়ে যায়।আকস্মিক এই দৃশ্যে হতবাক হয়ে যান পথচারীরা।

[আরও পড়ুন: ১৫ আগস্ট জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিয়ে বিবাদ, প্রকাশ্যে সাংসদের সঙ্গে বচসা রিভাবা জাদেজার

ঘটনায় জেলা সভাপতি বাপি গোস্বামীকে আক্রমণ করতে ছাড়েননি অলোক চক্রবর্তী। তাঁর অভিযোগ, জেলা সভাপতি যে ঘটনা ঘটাল তা বিজেপির ইতিহাসে কখনো ঘটেনি। প্রার্থীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ছিলেন তিনি। যে ব্যবহার পেলেন তাতে তিনি অপমানিত। জেলা সভাপতির গুন্ডামির বিরুদ্ধে সকলকে সরব হওয়ার আহ্বান জানান তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement