Advertisement
Advertisement

Breaking News

Dhupguri By Election

ধুপগুড়ি উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! নিরাপত্তা নিয়ে বেনজির সিদ্ধান্ত কমিশনের

পঞ্চায়েত নির্বাচনের 'ভুল' থেকে শিক্ষা।

Dhupguri By Election: 30 company central force to be diploid | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2023 10:14 am
  • Updated:August 30, 2023 10:14 am  

শান্তনু কর, জলপাইগুড়ি: একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বুথ সংখ্যা মোটে ২৬০। সেই নির্বাচনের জন্য বেনজিরভাবে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। প্রথমে ঠিক ছিল, ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে ওই কেন্দ্রের উপনির্বাচন। পরে আরও ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়।

ধুপগুড়িতে মোট বুথের সংখ্যা ২৬০। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র ৩৮টি। মোট ভোটার প্রায় ২ লক্ষ ৪৮ হাজার। এই ২৬০ বুথে মোতায়েন থাকবেন ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ সব বুথেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। সেই সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।অর্থাৎ ধূপগুড়ির জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করছে কমিশন।

Advertisement

[আরও পড়ুন: বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, বন্যা কবলিত দু’লক্ষ, অসমে এখনও পর্যন্ত দুর্যোগে মৃত ১৫]

আসলে কদিন আগেই পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তর নাটক হয়েছে। শেষে হাই কোর্টের নির্দেশ রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল বটে, তবে সেটা শেষ মুহূর্তে। পঞ্চায়েত নির্বাচন ছিল রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। আর উপনির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Election Commission) অধীনে। রাজ্য কমিশনের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই এবার বাহিনী মোতায়েন করে দিল কমিশন।

[আরও পড়ুন: ‘এটাই ইন্ডিয়ার দম’, গ্যাসের দাম কমার কৃতিত্ব বিরোধী জোটকে দিচ্ছেন মমতা, এক সুর খাড়গেরও]

গত ২৫ জুলাই প্রয়াত হন জলপাইগুড়ির জেলার ধুপগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপদ রায়। সেকারণে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিষ্ণুপদবাবু তৃণমূল প্রার্থী মিতালি রায়কে (Mitali Roy)ড প্রায় ৪৬ হাজার ভোটে হারিয়েছিলেন। তাছাড়া ধূপগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গকে নিজেদের গড় হিসাবেই দাবি করে বিজেপি। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবির এই এলাকায় একেবারেই ভাল ফল করতে পারেনি। এবার ধুপগুড়ি দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। আগামী ২ সেপ্টেম্বর সেখানে প্রচারে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement